লাইফাই কি এবং কিভাবে কাজ করে? | What is Li-Fi Technology & How does it work?
লাইফাই কি? কিভাবে কাজ করে? এবং লাইফাই ও ওয়াইফাই এর মধ্যে পার্থক্য
ইন্টারনেটের এই যুগে আমরা সবাই তো ওয়াইফাই এর সাথে পরিচিত। কিন্তু বর্তমানে ওয়াইফাই এর থেকে আপডেট প্রযুক্তি হল লাইফাই। আজকের এই পোস্টে লাইফাই কি? এবং কিভাবে কাজ করে, কবে আসবে তা জানবো।
Li-Fi Technology |
লাইফাই কি? (What is Li-Fi)
লাইফাই এর পূর্ণরুপ হল লাইট ফিডেলিটি (Light Fidelity), যা একটি তার বিহীন অপটিক্যাল নেটওয়ার্কিং প্রযুক্তি। এটা লাইট বা বাতির মাধ্যমে ডেটা আদান-প্রদান করে।
প্রফেসর হেরাল্ড হার লাইফাই এর উদ্ভাবক, তিনি সর্বপ্রথম 2011 সালে লাইফাই কে সবার সামনে তুলে ধরেন। তিনি সবাইকে দেখিয়েছেন যে কিভাবে একটি লাইট বা আলোর সাহায্যে যোগাযোগ স্থাপন করা যায়। পরবর্তীতে তিনি লাইফাই কে আরও উন্নত করার জন্য একটি কোম্পানি গড়ে তোলেন যার নাম পিওর লাইফাই যদিও বর্তমানে লাইফাই নিয়ে অনেকগুলো কোম্পানি কাজ করছে।
এখন আমাদের ঘরের লাইট বাল্ব শুধু আলোই দিবেনা সাথে ইন্টারনেট সংযোগও প্রদান করবে। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে তাহলে লাইট বন্ধ করে দিলে তো ইন্টারনেটও চলে যাবে কিন্তু বিষয়টা সে রকম নয় প্রয়োজনমতো লাইফাই এর আলোর তীব্রতা এতটাই কমানো যাবে যে খালি চোখে আপনি কোন আলোই দেখবেন না কিন্তু ইন্টারনেট সংযোগ চালু থাকবে।
লাইফাই কিভাবে কাজ করে?
একটা উদাহরন দিলে আপনাদের বুঝতে সুবিধা হবে আপনারা দেখেছেন যে টিভির রিমোটের সামনে একটি লাইট লাগানো থাকে যাকে ইনফারেড বাল্ব বলা হয় আর এর সাহায্যে টিভিতে সিগন্যাল প্রেরণ করা হয় এবং টিভিতে থাকা সেন্সর সেটা বুঝে সে অনুযায়ী কাজ করে আর এই লাইফাই প্রযুক্তি ঠিক একই ভাবে কাজ করে। লাইফাই আলোর মাধ্যমে তথ্য আদান প্রদান করে এবং এর ফ্রিকোয়েন্সি অনেক বেশি হওয়ায় একসাথে অনেক জন নির্বিঘ্নে এটি ব্যবহার করতে পারবে।
লাইফাই কবে আসবে?
ইতিমধ্যে পৃথিবীর উন্নত দেশগুলোতে লাইফাই প্রযুক্তির ব্যবহার হচ্ছে এবং ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই এটি সাধারণ মানুষের কাছে চলে আসবে কিন্তু আপনি লাইফাই ব্যবহার করতে পারবেন না কারণ লাই ফাই ব্যবহার করতে হলে লাইফাই সাপোর্টেড ফোন থাকতে হবে।
লাইফাই ও ওয়াইফাই এর মধ্যে পার্থক্য
বর্তমান ইন্টারনেট ব্যবস্থার প্রায় 60% তথ্য আদান প্রদান করা হয় এই ওয়াই-ফাই প্রযুক্তির মাধ্যমে, আর ওয়াইফাই যেহেতু অপটিক্যাল ফাইবারের কাচের মাধ্যমে প্রবাহিত হয় তাই এর গতি প্রায় 40 শতাংশ কমে যায়। তাছাড়া এর দুর্বল নিরাপত্তা ও ব্যবহারে বেশ কিছু জটিলতা রয়েছে আর এই সব সমস্যা সমাধান করার জন্যই উদ্ভাবন করা হয়েছে লাইফাই প্রযুক্তি, যার সাহায্যে আমরা লাইট বা বাতির মাধ্যমে ইন্টারনেট ব্যবহার করতে পারব। আর লাইফাই সাধারণ ওয়াইফাই এর তুলনায় প্রায় 100 গুণ দ্রুত গতিসম্পন্ন। লাইফাই এ সর্বোচ্চ গতিতে আপনি 2gb সাইজের 13 টি মুভি ডাউনলোড করতে পারবেন
মাত্র 1 সেকেণ্ডে।
আপনি যদি লাইফে ব্যবহার করে থাকেন তাহলে কেমন স্পিড পেয়েছেন তা কমেন্ট করে জানিয়ে যাবেন ধন্যবাদ।
What is lifi Technology? How does it work? And the difference between LiFi and WiFi
In this age of internet we are all familiar with WiFi. But currently the latest technology from WiFi is LiFi. What is life in this post today? And know how it works, when it will come.
What is Li-Fi?
The full form of LiFi is Light Fidelity, which is a wireless optical networking technology. It communicates data through lights.
Prof. Harald Harr, the inventor of LiFi, first introduced LiFi in 2011. He showed everyone how to communicate with a light. He later founded a company called Pure LiFi to further develop LiFi, although many companies are currently working on LiFi.
Now the light bulb in our house will not only provide light but also provide internet connection. Now the question may arise in the mind of many people, if you turn off the light, the internet will also go away, but the matter is not like that, as necessary, the light intensity of LiFi can be reduced so much that you will not see any light with the naked eye, but the Internet connection will be on.
How does Lifi work?
It will help you to understand by giving an example. You have seen that there is a light in front of the TV remote which is called infrared bulb and with the help of it the signal is sent to the TV and the sensor in the TV understands it and works accordingly and this LiFi technology works in the same way. Li-Fi transmits information through light, and because of its high frequency, many people can use it simultaneously seamlessly.
When will lifi come?
LiFi technology is already being used in developed countries of the world and it is expected that it will come to common people very soon but you cannot use LiFi because to use LiFi you need to have a LiFi supported phone.
Difference between LiFi and WiFi
About 60% of current Internet traffic is carried over Wi-Fi technology, and since Wi-Fi is transmitted through optical fiber glass, its speed is reduced by about 40 percent. Moreover, there are many complications in its poor security and use, and to solve all these problems, LiFi technology has been invented, with the help of which we can use the Internet through lights or lamps. And LiFi is almost 100 times faster than regular WiFi. You can download 13 movies of 2GB size at maximum speed on LiFi
In just 1 second.
If you have used it in life, then comment and let us know how you got the speed, thanks.