First time foreign travel problems and solutions | প্রথমবার বিদেশ ভ্রমণ সমস্যা ও সমাধান
First time foreign travel problems and solutions
foreign travel problems and solutions |
When we travel abroad for the first time, we face various problems at the airport, which put us in a lot of trouble at the airport. This post explains how to solve these problems in advance
You will know.
You will also know what you can and cannot take in your luggage and what documents you need to carry with you.
Size and weight of luggage
The first problem we encounter is what size and weight of luggage will be? It is nicely stated inside our airline ticket that I can check from there that the size and weight of the large luggage and the size and weight of the small hand bag. Before going abroad, you must pack your bags properly. While packing, you must remember that the bag that you will deposit at the airline counter should not contain any gold jewelry, money, valuables, passport, plane ticket, smart card, corona newspaper, job card. Contract letter, NOC means No objection certificate if employed, laptop, power bank or any battery cannot be kept.
You can also keep these important things in your hand bag. So that you can easily show the documents when needed.
Things that should not be taken with you in your bag or luggage when traveling abroad eg
- Drugs
- Lighter
- Electric cigarette
- Sharp knife
- Firearm
- The bomb
- and the Blade
- Dried fish
- Beef and fish
- Do not take any rotting vegetables or fruits or even flowers.
You cannot take them in your bag or luggage.
Necessary documents
All the documents you need to take with you to the airport while going abroad
- Passport must have visa along with it.
- plane ticket
- Corona vaccination certificate.
- Smart card
- Work Permit
- NOC (NOC = No Objection Certificate) from the company you work for
- Business documents if doing business
- Medical report
- Documents related to visa
- In addition, some money or dollars as needed.
Note: You can scan these documents and keep them in your Gmail account, if the documents are lost, you can retrieve them again.
What you need to do after entering the airport
After arriving at the airport you can enter through any gate of the terminal and try to enter through the gate which is free.
On reaching the gate, take out the ticket and passport.
The ticket and passport security guards will let you in and then check your full body on the scanning machine. At the same time, your luggage will also be checked by security through the scanning machine.
How to know when the flight time?
After going through the security check, you will see the international departure digital board where your flight information is displayed. If you do not understand the flight information, you will go to the help desk. The help desk will give you all the information.
When to arrive at the airport?
For any international flight you need to reach the airport three to three and a half hours before.
Check-in starts three hours before check-in means you can collect your assigned seat and deposit your bulky luggage at the airline counter so you don't have to lug around your bulky luggage.
How to carry luggage?
After checking, the flight counter officer will put a sticker on your luggage and another sticker on your boarding pass (Boarding Pass) so that you can understand your luggage properly at the place where you land.
Your luggage will then move neatly onto your plane via the luggage belt.
You can no longer bring it separately
Boarding Pass
After completing the above steps, the counter will give you a boarding pass which will have your flight information, seat number and the stickers of your checked baggage on the back.
Immigration
After the boarding pass, you need to find the immigration gate and stand in line and after entering, the immigration will usually ask two questions, one is your name? And why are you going to which country?
After passing through the immigration, you will see many shops where you can buy your desired items. I hope this information will be very useful for the brothers and sisters traveling abroad for the first time. Thanks for the post.
Translated in Bangla
প্রথমবার বিদেশ ভ্রমণ সমস্যা ও সমাধান
আমরা প্রথমবার বিদেশ ভ্রমণের সময় এয়ারপোর্টে নানা রকম সমস্যার সম্মুখীন হই, যেই সমস্যা গুলো আমাদেরকে এয়ারপোর্টে নানা রকম বিড়ম্বনায় ফেলে দেয়। এই সমস্যাগুলো কিভাবে আগে থেকে সমাধান করা যায় এই পোস্টটির মাধ্যমে আপনারা বিস্তারিত
জানতে পারবেন।
এছাড়াও লাগেজ এর ভিতর আপনি কি কি নিতে পারবেন এবং পারবেন না এবং কি কাগজপত্র আপনার সঙ্গে রাখতে হবে সব কিছু জানতে পারবেন।
লাগেজ এর সাইজ এবং ওজন
প্রথমেই আমরা যে সমস্যায় পড়ি সেটা হল লাগেজ এর সাইজ কেমন হবে এবং ওজন কত হবে? এটা সুন্দর ভাবে আমাদের এয়ারলাইন্স টিকিট এর ভিতরেই বলা আছে যেটা আমি ওইখান থেকে দেখে নিতে পারবেন যে বড় লাগেজ এর যে সাইজ ওজন এবং ছোট হ্যান্ড ব্যাগ এর সাইজ ও ওজন দেখে নিতে পারবেন। বিদেশ যাওয়ার আগে আপনার ব্যাগ গুলো সুন্দরভাবে গুছিয়ে নিতে হবে ব্যাগ গোছানোর সময় অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনি যে ব্যাগটা এয়ারলাইন্স কাউন্টারে জমা দেবেন সেই ব্যাগে কোন প্রকার সোনার গহনা, টাকা-পয়সা, মূল্যবান জিনিসপত্র পাসপোর্ট, প্লেনের টিকিট, স্মার্ট কার্ড, করোনার সংবাদপত্র, চাকুরীর চুক্তিপত্র, চাকুরী করলে NOC মানে No objection certificate, ল্যাপটপ, পাওয়ার ব্যাংক বা যে কোন ব্যাটারি রাখা যাবেনা।
গুরুত্বপূর্ণ এই জিনিসগুলো আপনার কাছে থাকা হ্যান্ড ব্যাগেও রাখতে পারেন। যেন প্রয়োজনের সময় কাগজপত্র গুলো সহজেই দেখাতে পারেন।
বিদেশ যাওয়ার সময় যেসব জিনিস আপনার সাথে ব্যাগে বা লাগেজে করে নিয়ে যাবেন না যেমন
- মাদকদ্রব্য
- লাইটার
- ইলেকট্রিক সিগারেট
- ধারালো ছুরি
- আগ্নেয়াস্ত্র
- বোমা
- এবং ব্লেড
- শুটকি মাছ
- গরুর মাংস এবং মাছ
- পচনশীল কোন শাকসবজি অথবা ফলমূল এমনকি ফুল ও নিতে পারবেন না।
এগুলো আপনি ব্যাগ ও লাগেজে নিতে পারবেন না।
প্রয়োজনীয় কাগজপত্র
বিদেশে যাওয়ার সময় যে সমস্ত কাগজগুলো আপনার সঙ্গে করে নিয়ে এয়ারপোর্টে যেতে হবে
- পাসপোর্ট এর সাথে ভিসা থাকতে হবে।
- বিমানের টিকেট।
- করোনার টিকা দেওয়া সার্টিফিকেট।
- স্মার্ট কার্ড
- কাজের অনুমতিপত্র।
- কোন কোম্পানিতে কাজ করে সেই কোম্পানি থেকে এনওসি (NOC = No objection certificate)
- ব্যবসা করলে ব্যবসার ডকুমেন্ট
- মেডিকেল রিপোর্ট
- ভিসার সাথে সম্পৃক্ত এমন কাগজপত্র
- এছাড়া প্রয়োজন মত কিছু অর্থো অথবা ডলার
নোটঃ এই কাগজপত্র গুলো স্ক্যান করে আপনার জি-মেইল অ্যাকাউন্টে রেখে দিতে পারেন তাহলে কাগজপত্র হারিয়ে গেলও আপনি এগুলো আবার নিয়ে নিতে পারবেন।
এয়ারপোর্টে প্রবেশ করার পর আপনার করনীয়
এয়ারপোর্টের আসার পরে টার্মিনালের যে কোন গেট দিয়ে আপনি ঢুকতে পারবেন এবং যেই গেটটা ফ্রি আছে সেই গেট দিয়ে আপনি ঢোকার চেষ্টা করবেন।
গেটে পৌঁছে এ হাতে টিকিট এবং পাসপোর্ট টা বের করে নিবেন।
টিকিট এবং পাসপোর্ট সিকিউরিটি গার্ড দেখে আপনাকে ভিতরে ঢুকতে দিবে তারপর স্ক্যানিং মেশিনে আপনার পুরো বডি চেক করবে। সাথে সাথে আপনার লাগেজটিও স্ক্যানিং মেশিনে দিয়ে সিকিউরিটি চেক করে নিবে।
ফ্লাইটের সময় কখন, বুঝবেন কিভাবে?
সিকিউরিটি চেক করার পর ভিতরে ঢোকার পরে আন্তর্জাতিক বহির্গমন ডিজিটাল বোর্ড দেখতে পারবেন যেখানে আপনার ফ্লাইটের তথ্য দেওয়া আছে। ফ্লাইটের ইনফর্মেশন দেখে যদি আপনি বুঝতে না পারেন তবে আপনি হেল্প ডেস্ক (Help Desk) এ চলে যাবেন হেল্প ডেস্ক আপনাকে সমস্ত তথ্য জানিয়ে দিবে।
এয়ারপোর্টে কখন পৌঁছাতে হবে?
যে কোন আন্তর্জাতিক ফ্লাইটের জন্য আপনাকে এয়ারপোর্টে তিন থেকে সাড়ে তিন ঘণ্টা আগে পৌঁছাতে হবে।
চেকিং শুরু হয় তিন ঘণ্টা আগেই, চেকিং মানে হল আপনার নির্দিষ্ট আসন সংগ্রহ করলেন এবং আপনার বড় লাগেজটি এয়ারলাইন্স কাউন্টারে জমা দিতে পারলেন এর ফলে আপনার বড় লাগেজটি নিয়ে আর ঘোরাঘুরি করা লাগবে না।
লাগেজ কিভাবে ক্যারি করবেন?
চেকিং শেষ করার পর ফ্লাইট কাউন্টার অফিসার আপনার লাগেজে একটি স্টিকার লাগিয়ে দিবে এবং অন্য একটি স্টিকার আপনার বোর্ডিং পাসেও ( Boarding Pass ) লাগিয়ে দিবে যাতে পরবর্তীতে আপনি যেখানে ল্যান্ড করবেন সেখানে আপনার লাগেজটি সুন্দরভাবে বুঝে নিতে পারেন।
এরপরে আপনার লাগেজটি লাগেজ বেল্ট দিয়ে সুন্দরভাবে আপনার বিমানে চলে যাবে।
এটিকে আপনি আর আলাদাভাবে নিয়ে আসতে পারবেন না
বোর্ডিং পাস ( Boarding Pass )
উপরোক্ত ধাপ শেষ করার পর কাউন্টার থেকে আপনাকে একটি বোর্ডিং পাস দিবে যেই বোর্ডিং পাসে আপনার ফ্লাইটের ইনফর্মেশন, সিট নাম্বার এবং আপনি যে লাগেজগুলো জমা দিয়েছেন সেগুলোর স্টিকারগুলো পেছনে লাগানো থাকবে।
ইমিগ্রেশন ( Immigration )
বোর্ডিং পাসের পর আপনাকে ইমিগ্রেশনের গেট খুঁজে লাইনে দাঁড়াতে হবে এবং ভেতরে ঢুকে ইমিগ্রেশনে সাধারণত দুটি প্রশ্ন করবে একটি আপনার নাম? এবং আপনি কোন দেশে, কেন যাচ্ছেন?
ইমিগ্রেশন পার হয়ে আপনি অনেকগুলো দোকান দেখতে পারবেন যেখান থেকে আপনি আপনার ইচ্ছামত জিনিসপত্র কিনে নিতে পারবেন। আশা করি এই তথ্যগুলো প্রথমবার বিদেশ গমনকারী ভাই ও বোনদের খুবই উপকার হবে পোস্ট টি ধন্যবাদ।