How to Work 2.4GHz Vs 5GHz Wifi | Dual Band Router Benefit
How to Work 2.4GHz Vs 5GHz Wifi | Dual Band Router Benefit
হ্যালো বন্ধুরা স্বাগতম জানাচ্ছি টেকনোলজি সম্পর্কিত নতুন একটি পোস্টে। আজকের
পোস্টে ২.৪ গিগাহার্জ এবং ৫ গিগাহার্জ ফ্রিকোয়েন্সির মধ্যে পার্থক্য।
Dual Band Router |
আমরা যখন কোনো রাউটার কিনতে যাই তখন আমাদের মনে একটা প্রশ্ন আসে যে 2.4
গিগাহার্জ রাউটার কিনবো নাকি 5 গিগাহার্জ ব্যান্ডের রাউটার কিনবো? কোনটা ভালো
2.4 গিগাহার্জ নাকি 5 গিগাহার্জ, দুইটার কাজ কি এবং দুটোর মধ্যে কোনটা
ইন্টারনেট ব্যবহার করার ক্ষেত্রে সব থেকে ভাল, কোনটার রেন্জ বেশি, কোনটার
নেটওয়ার্ক শেয়ারিং ক্ষমতা বেশি? এবং কোনটা আমাদের সবার জন্য ভাল হবে?
সবার প্রথম যেই রাউটার তৈরি করা হতো মানে প্রথম যখন রাউটার বাজারে এসেছিল তখন
কিন্তু 2.4 গিগাহার্জ রাউটার ব্যবহার করা হতো তখন কিন্তু 5 গিগাহার্জ রাউটার
তৈরি করা হয়নি। তবে এক্ষেত্রে বলে রাখি যে, যখন ডেটাকে এক জায়গা থেকে অন্য
জায়গায় যেতে হয় তখন কিন্তু একটা ফ্রিকোয়েন্সির মাধ্যম দিয়ে যেতে হয় যে টাকে
বলা হয় ওয়েভ বা তরঙ্গ।
2.4 & 5 GHz Frequency |
তো আগে ছিল 2.4 গিগাহার্জ রাউটার মানে রেডিও তরঙ্গ ব্যবহার করা হতো তার মানে
রিমোট, ব্লুটুথ ও রাউটারে 2.4 গিগাহার্জ ব্যান্ড গুলোতে কাজ করতো। মানে 2.4
গিগাহার্জ ফ্রিকোয়েন্সি আাগে ব্যবহার হতো।
তবে ওয়াইফাই রাউটার এ ক্ষেত্রে 2.4 গিগাহার্জ এ একটা প্রবলেম ছিল যেটা হলো যে
যখন এক সাথে অনেকগুলো ইলেকট্রনিক্স ডিভাইস ব্যবহার করা হতো মানে ইন্টারনেট
কানেক্টেড তখন 2.4 গিগাহার্জ রাউটার থেকে যেই ফ্রিকোয়েন্সি দেয়া হতো মানে
ইন্টারনেটের ডেটার যেই প্যাকেজ গুলো পাঠানো হতো সেগুলো কিন্তু হারিয়ে যেত মানে
ঠিকমত পৌছাতো না তার জন্য 2.4 গিগাহার্জ রাউটার ধীরগতিতে কাজ করতো আর যদি
ধীরগতি নাও হতো তাহলে ডেটা ঠিকমত পাওয়া যেত না কিছু ডেটা হারিয়ে যেত। আর এভাবেই
2.4 গিগাহার্জ ফ্রিকোয়েন্সির রাউটার কাজ করতো।
যাদের ডেটার ব্যবহার বেশি যারা বড় বড় ভিডিও, সফটওয়্যার ডাউনলোড করে বড় বড়
ভিডিও ইউটিউবে আপলোড করে এছাড়াও যারা গেম ডাউনলোড করে মানে যাদের ডেটার ব্যবহার
অনেক বেশি তাদের ক্ষেত্রে 2.4 গিগাহার্জ অনেক সমস্যা করতো মানে ল্যাগ করতো।
তবে ছোটখাটো যেরকম ফেসবুক, ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপ এবং ম্যাসেজ পঠানোর জন্য
ছবি আপলোড করার জন্য 2.4 গিগাহার্জ ঠিক ছিল কিন্তু যখন বড় বড় কাজ করা হতো বড় বড়
ফাইল ডাউনলোড ও আপলোড করা হতো তখন সমস্যা করতো।
বড় বড় কাজ এবং ডেটা লস যেন না হয় তার জন্য 5 গিগাহার্জ ফ্রিকোয়েন্সির রাউটার
ব্যবহার করা হয়।
তবে অবশ্যই 2.4 গিগাহার্জ ব্যান্ডের রাউটারের থেকে 5 গিগাহার্জ রাউটারের
ফ্রিকোয়েন্সি প্রায় দিগুন হয়ে থাকে। আর এক্ষেত্রে 5 গিগাহার্জ রাউটারে ডাটা
ট্রান্সফার বেশি হয়ে থাকে এবং ডাটা লাস ও কম হয়।
2.4 GHz Vs 5 GHz
2.4 GHz | 5 GHz |
---|---|
1. 2.4 গিগাহার্জ রাউটারের ফ্রিকোয়েন্সি কম কিন্তু এর রেঞ্জ অনেক বেশি। | 5 গিগাহার্জ ব্যান্ডের রাউটারের রেঞ্জ 10 মিটারের মধ্যে সীমাবদ্ধ থাকে এর বেশি চলে গেলে নেটওয়ার্ক হারিয়ে যাবে কারণ তার ফ্রিকোয়েন্সি বেশি কিন্তু রেঞ্জ কম। |
2.4 গিগাহার্জ ব্যান্ডের রাউটারের ফ্রিকোয়েন্সি কম, ডেটা লস হয় তবুও রেন্জ বেশি হয়, অনেক দুরত্ব পর্যন্ত হয় এবং নেটওয়ার্ক সহজে হারিয়ে যায় না। | 5 গিগাহার্জ এ ইলেকট্রনিকস ইন্টারফেস অনেক কম হয় মানে একটা জায়গায় অনেকগুলো ডিভাইসে ইন্টারনেট কানেক্টেড থাকলে সকল ডিভাইসে সমান গতি ছড়িয়ে পড়বে, কম বা বেশি গতি হবে না। |
2.4 গিগাহার্জ রাউটারের সর্বোচ্চ গতি 400-500 Mbps পর্যন্ত হয়। | 5 গিগাহার্জ রাউটারের সর্বোচ্চ গতি 3-4 Gbps পর্যন্ত হয়। |
2.4 গিগাহার্জ রাউটারের মূল্য 5 গিগাহার্জ রাউটার থেকে তুলনামূলক কম | 5 গিগাহার্জ রাউটারের ক্ষমতা 2.4 গিগাহার্জ রাউটারের থেকে বেশি তাই এর মূল্য বেশি |
কোন রাউটার টি ভাল হবে?
এই অবস্থায় আপনারা ভাবতে পারেন যে এখন 2.4 গিগাহার্জ এর রাউটার নাকি 5
গিগাহার্টজ এর রাউটার মানে কোনটা ব্যবহার করলে ভালো হবে।
যদি সংক্ষেপে বলা হয় তবে দেখতে হবে যে আপনাদের ডিভাইস গুলো কতটা পুরনো মানে
আপনার ডিভাইসে 5 গিগাহার্জ ফ্রিকোয়েন্সি সাপোর্ট করে কি না। তবে পুরনো ডিভাইসের
বেশির ভাগই 2.4 গিগাহার্জ এর হয়ে থাকে। আর যদি ডিভাইস গুলো 2-3 বছরের পুরনো হয়
তবে আশা করা যায় 5 গিগাহার্জ সাপোর্ট করবে তবে এটা যাচাই করে নেয়াটাই উত্তম।
2.4 GHz & 5 GHz Range |
আপনাদের বাড়ি যদি অনেক বড় হয় এবং অনেক দুরে থেকে ইন্টারনেট ব্যবহার করতে হলে
সবচেয়ে বেটার অপশন হবে 2.4 গিগাহার্জ ব্যান্ডের রাউটার কারণ স্পিড একটু কম
হলেও এর রেঞ্জ টা অনেক বেশি থাকে।
মোট কথা হল ইউজার যদি বেশি হয় এবং রেঞ্জ টাও যদি বেশি দুরত্ব পর্যন্ত প্রয়োজন
হয় তবে 2.4 গিগাহার্জ এর রাউটার ব্যবহার করাই ভালো।
এখন আপনারা যদি রাউটারের 10-12 মিটারের মধ্যে থেকে কোন রকম ডেটা লস ছাড়াই বেশি
ডেটা আদান-প্রদান করে ইন্টারনেট ব্যবহার করতে চান সেক্ষেত্রে 5 গিগাহার্জ
ব্যান্ডের এর রাউটার ব্যবহার করাটাই উত্তম হবে।
রাউটার কেনার ক্ষেত্রে পরামর্শ
এখন রাউটার কেনার ক্ষেত্রে পরামর্শ হিসেবে আমি বলব আপনারা অবশ্যই ডুয়েল ব্যান্ড
রাউটার কিনবেন মানে 2.4 গিগাহার্জ এবং 5 গিগাহার্জ যেই রাউটারে থাকবে তাকে
ডুয়েল ব্যান্ড রাউটার বলে। যেহেতু এইটা ডুয়েল ব্যান্ড রাউটার সেহেতু 2.4
গিগাহার্জ এবং 5 গিগাহার্জ এক সাথে দুরত্বভেদে ব্যবহার করতে পারবেন তাই আমি
বলবো আপনারা ডুয়েল ব্যান্ড রাউটার কিনুন।
পোস্ট টি ভাল লাগলে অবশ্যই কমেন্ট ও শেয়ার করবেন ধন্যবাদ।