Important Information to know Before Traveling to Italy | ইতালিতে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন

ইতালিতে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন | Important Information to know Before Traveling to Italy

Italy Worker Visa info


Important information to know before traveling to Italy
Assalamu Alaikum hope everyone is well. Read this post completely, hope you can learn something from this post.

Those who want to come to Italy and many know many good jobs that can be used in Italy? Many people were asking this question and the main purpose of this post is that if you have a work license, can you work in Italy with that license? Please note that many people know electricity work well, can they do electricity work in your country, and many people know garment work well, can they do it, and many people can drive taxis in different countries including Dubai, Malaysia and Saudi, and have a driving license. How to apply now? ? Can I come to Italy with a visa? How to get work?

I will talk about some things today that there are some jobs that you can do here very easily if you learn from Bangladesh, they do not need any license, after coming you can earn more than one and a half to two lakh rupees per month, but you need a license for that job. Don't read because and about the license, I will say that you cannot work in Italy with any license other than the European country license. If one wants to work in Italy with a driving license to drive a taxi in Dubai, it is never possible to drive in Italy.

Because if you want to drive or drive a taxi in Italy, you will need an Italian driving license. In order to get an Italian driving license, it is necessary to know the Italian language. Here you have to do a course of three, four months, five months, six months and then if you pass the exam, you will be given an Italian license.

Simply put, since you want to do a job in a new state, it is not possible with those licenses. If someone from different countries including Bangladesh has a current work license, then you cannot work in Italy with that license, but if someone you know has, then you can. Can't work with that license.

And there are some jobs, such as restaurant work, if you come to study in different countries including Bangladesh, can you do it in this country?

Look, there are many big restaurants in different countries, including Bangladesh, who are trying to apply to Italy this year. Since Italy has the most restaurant jobs. So many of you are thinking that I know a good job, maybe I can do a good job as a safe in a restaurant, but that is never possible.

A brother I know used to work as a safe in a restaurant in Dubai but came to Italy and is cleaning dishes. In fact, no job is small in Italy but I said this because he was safe in Dubai but he cannot do that job when he comes to Italy.


So you cannot come and do the work you were doing in a restaurant in any country, including Bangladesh, in a restaurant in Italy. Because your work system is different and the Italian food system is different, I hope you understand.

But if you learn some things, you can use them very easily when you come to Italy. The main purpose of this post is what you will learn and these things will be very useful for those who are trying to come to Italy.

You can learn to work in two-three months before your visa is issued. I am requesting all of you who are thinking of coming to Italy that since you have submitted your passport, you can learn the following things without sitting down and you don't have to sit down for work when you come to Italy.

Now I will mention some tasks which are looked down upon in many countries. But these tasks are never considered small in European countries.

Italy has the highest number of jobs but no jobs. Many people do not find work when they arrive in Italy, but there are some jobs that you can start from the day you enter Italy. Some of these jobs are given below

1. Salon work

People in many countries consider this task too small. If you learn salon work and come to Italy and work in salon here you can earn up to Rs 2 - 2.5 lakhs per month. Actually salon work in Europe country is a good quality work.

A person I know works in a salon and this month he earned 6000 thousand taka anyway this month his owner took 3000 taka from him and gave him the remaining 3000 taka 3000 thousand taka in Bangladeshi taka will be 3 lakh taka. No license is required to operate this salon.

2. Mobile Servicing

Want to come to Italy and do a good job of peace? Want to work hassle free? You can do that quickly. After learning this job, you can earn money immediately. You can earn minimum 1500 - 1600 rupees per month if you work in mobile servicing in Italian shops. Italian shopkeepers will force you to work. Maybe you won't work, they will request you. You don't have to say bro give me a job. Then you can understand that mobile servicing work is a very good quality work.
You will do the work of mobile servicing, you will pay your salary every month, there is no problem.

3. Work of Garments

Many people can work in garments, but you can do the same in Italy.
So if you know roughly the work of garments, then you can earn at least 1500 Italian rupees a month.

If you can operate a good machine, you will be paid at least five taka an hour in Italy. Five taka an hour means if you work 10 hours daily then 10*5 = 50 taka per day you can earn 1500 Italian taka per month. This 1500 rupees can't be earned even with two or three years of experience in a restaurant which you can do in the garment sector as soon as you come.

4. Work of Sheep

Many can do sheep work. Here sheep have the opportunity to work in various departments like painting work, welding work, electrical work. If you know ship building, you can earn 2, 3, even 4000 per month, it is also a good income, but it is more difficult.

5. Language learning

The biggest task is learning the language. Since you have submitted your passport, even if you can't come this year, you will try next year, but since you have a dream to come to Italy, you have to remember one thing first and that is to learn the Italian language.

Now you can say how to learn the language? Actually you will find many videos on YouTube to learn Italian language but for step by step and easy learning you can learn by visiting this link https://youtube.com/@ItalianBangla26

But if you can learn Italian language then any of your work will become easy for you and you will get 200-300 Italian rupees more in addition to your basic salary.

A small thing about your passport is that you need a passport to come to Italy and you cannot come without it. Now username and nick name must be different in passport. For example, there is no problem if the user name is Alamin and the nickname is Al Amin, but the nickname and the username cannot be the same. I hope you understand. If you like the post, please share it and stay with Helpnotice to get such helpful posts. Until then, everyone will be fine and healthy, Assalamu Alaikum.

Translated To Bangla

ইতালিতে যাওয়ার আগে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নিন

আসসালামু আলাইকুম আশা করি সবাই ভাল আছেন। এই পোস্টটি সম্পূর্ণ পড়ুন আশা করি এই  পোস্ট থেকে কিছু হলেও জানতে পারবেন।

যারা ইতালিতে নতুন আসতে চাচ্ছেন এবং অনেকেই অনেক ধরনের ভালো ভালো কিছু কাজ জানেন যেটা ইতালিতে এসে কাজে লাগাতে পারবেন কিনা? এই বিষয়টা অনেকেই প্রশ্ন করছিলেন এবং এই পোস্ট করার মূল উদ্দেশ্য যে আপনারা কোন কাজের লাইসেন্স থাকলে আপনার ওই লাইসেন্সে ইতালিতে কাজ করতে পারবেন কিনা? আপনি খেয়াল করুন অনেকেই কারেন্টের কাজ ভালো জানেন আপনার এই দেশে কারেন্টের কাজ করতে পারবেন কিনা এবং অনেকেই গার্মেন্টস এর কাজ ভালো জানেন সেই গুলো করতে পারবেন কিনা এবং অনেকে দুবাই, মালয়েশিয়া ও সৌদি সহ বিভিন্ন দেশে ভাল ট্যাক্সি চালাতে পারে ও ড্রাইভিং লাইসেন্স আছে এখন কিভাবে এপ্লাই করব? ভিসা উঠিয়ে ইতালিতে আসতে পারবো কিনা? কিভাবে কাজ পাবো?

আমি আজকে কিছু কিছু বিষয়ের উপরে কথা বলব যে, কিছু কিছু কাজ আছে যেটা আপনারা বাংলাদেশ থেকে শিখে আসলে এখানে খুব সহজে করতে পারবেন সেগুলোর কোন লাইসেন্স দরকার পড়ে না আসার পরে আপনার মাসে দেড় থেকে দুই লক্ষ টাকার উপর ইনকাম করতে পারবেন তবে সেই কাজের কোনো লাইসেন্স দরকার পড়বে না কারণ আর লাইসেন্স এর ব্যাপারটা আমি বলব যে ইউরোপ কান্ট্রি লাইসেন্স ব্যতীত অন্য কোনো যেকোনো কাজের উপর আপনার লাইসেন্স থাকুক সেসব লাইসেন্স দিয়ে আপনারা ইতালিতে কাজ করতে পারবেন না। কারো কাছে যদি দুবাইতে ট্যাক্সি চালানোর মতো ড্রাইভিং লাইসেন্স থাকে সেটা নিয়ে যদি কেউ ইতালিতে কাজ করতে চান তবে কোন দিনও সম্ভব না ইতালিতে গাড়ি চালানো।

কারণ ইতালিতে যদি ড্রাইভিং করতে হয় বা ট্যাক্সি চালাতে হয় সেক্ষেত্রে ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স প্রয়োজন হবে। ইতালিয়ান ড্রাইভিং লাইসেন্স করতে হলে মোটামুটি ইতালিয়ান ভাষা জানার প্রয়োজন হবে। এখানে তিন, চার মাস, পাঁচ মাস, ছয় মাস মেয়াদি কোর্স করতে হবে তারপরে যদি পরীক্ষায় পাশ করেন তবেই আপনাকে ইতালিয়ান লাইসেন্স দিবে।

সোজা কথায় আপনারা এসেই যেহেতু নতুন অবস্থায় একটা কাজ করতে চাচ্ছেন সে ক্ষেত্রে ওইসব লাইসেন্স দিয়ে কোনভাবে সম্ভব না যদি বাংলাদেশ সহ বিভিন্ন দেশের কারো কারেন্টের কাজের লাইসেন্স থাকে তবে সেই লাইসেন্স দিয়ে আপনার ইটালিতে কাজ করতে পারবেন না তবে যদি কারো পরিচিত মানুষ থেকে থাকে তাহলে করতে পারবেন কিন্তু সেই লাইসেন্স খাটিয়ে কাজ করতে পারবেন না।

আর কিছু কিছু কাজ আছে যেমন রেস্টুরেন্টের কাজ বাংলাদেশ সহ বিভিন্ন দেশের যদি আপনারা শিখে আসেন তাহলে এই দেশে করতে পারবেন কিনা?

দেখুন বাংলাদেশ সহ বিভিন্ন দেশে অনেকই কিন্তু বড় বড় রেস্টুরেন্ট এ সেফ আছেন যারা চেষ্টা করছেন এ বছর ইতালিতে আবেদন করে আসার জন্য। যেহেতু ইতালিতে রেস্টুরেন্টের কাজ সবচেয়ে বেশি। তো আপনার অনেকেই ভাবছেন যে আমি তো ভালো কাজ জানি হয়তো আমি রেস্টুরেন্টে ভালো একটা সেফের কাজ করতে পারবো কিন্তু এটা কোনদিনও সম্ভব না।

পরিচিত এক ভাই দুবাইয়ের কোন এক রেস্টুরেন্টে সেফের কাজ করতো কিন্তু ইতালিতে এসে থালা-বাসন পরিষ্কারের কাজ করছে। আসলে ইতালিতে কোন কাজ ছোট না কিন্তু কথাটা এজন্য বললাম কারণ দুবাইয়ে তিনি সেফ ছিলেন কিন্তু ইতালিতে এসে সেই কাজ করতে পারছেন না।


তো বাংলাদেশ সহ যে কোন দেশে রেস্টুরেন্টে যেই কাজ করছিলেন সেই কাজ ইতালির রেস্টুরেন্টে এসে করতে পারবেন না। কারণ আপনাদের সেই কাজের সিস্টেমটা ভিন্নরকম এবং ইটালিয়ান খাবারের সিস্টেম ভিন্ন রকম আশা করি বুঝতে পারছেন।

তবে কিছু কিছু কাজ শিখে আসলে ইতালিতে এসে আপনার খুব সহজে কাজে লাগাতে পারবেন এই পোস্টের মূল উদ্দেশ্য হলো আপনারা কি কি কাজ শিখবেন এবং এই কাজগুলো যারা ইতালিতে আসার চেষ্টা করতেছেন তাদের জন্য অনেক উপকারী হবে।

আপনাদের ভিসা উঠার আগে দুই-তিন মাসে কাজ শিখে চলে আসতে পারবেন। আমি সকলকেই বলছি অনুরোধ করছি আপনার যারা ইতালিতে আসার চিন্তা ভাবনা করতেছেন সকলকে বলবো যে আপনাদের পাসপোর্ট যেহেতু জমা দিয়েছেন তাই আপনারা বসে না থেকে আপনারা এই নিচের কাজগুলো শিখে আসতে পারেন এবং ইতালিতে এসে কাজের জন্য বসে থাকতে হবে না 

এখন আমি কিছু কিছু কাজ বলব এই কাজগুলো অনেক দেশে ছোট করে দেখা হয়। কিন্তু এই কাজগুলো ইউরোপ কান্ট্রি তে কখনোই ছোট মনে করে না।

ইতালিতে কোন কাজ সবচাইতে বেশি কিন্তু কাজের জন্য লোক পায়না। ইতালিতে এসে অনেকেই কাজ পাইনা তবে কিছু কাজ আছে যেগুলো আপনি যে দিন ইতালিতে প্রবেশ করেছেন সেই দিন থেকেই করতে পারবেন। এই রকম কিছু কাজের তথ্য নিচে দেয়া হল

1. সেলুনের কাজ

অনেক দেশের লোকজন এই কাজটিকে অনেক ছোট মনে করে। আপনি যদি সেলুনের কাজ শিখে ইতালিতে আসেন এবং এখানে যদি সেলুনের কাজ করে তাহলে আপনার মাসে 2 - 2.5 লক্ষ টাকা পর্যন্তও ইনকাম করতে পারবেন। আসলে ইউরোপ কান্ট্রিতে সেলুনের কাজ একটা ভাল মানের কাজ।

আমার পরিচিত একজন লোক সেলুনে কাজ করে এবং এই মাসে সে 6000 হাজার টাকা ইনকাম করেছে যাই হোক এই মাসে তার কাছে থেকে তার মালিক 3000 টাকা নিয়েছে আর বাকি 3000 টাকা তাকে দিয়েছে 3000 হাজার টাকা বাংলাদেশী টাকা হবে 3 লক্ষ টাকা। এই সেলুনে কাজ করতে কোন লাইসেন্স লাগবে না।

2. মোবাইল সার্ভিসিং

ইতালিতে এসে ভালো একটা শান্তির কাজ করতে চান? সকল ঝামেলা মুক্ত কাজ করতে চান? সেটিও তাড়াতাড়ি করতে পারেন। এই কাজটি শিখে আসার পর সাথে সাথেই টাকা ইনকাম করতে পারবেন। ইতালিয়ান দোকানে মোবাইল সার্ভিসিং এর কাজ করলে আপনার মাসে সর্বনিম্ন 1500  - 1600 টাকা ইনকাম করতে পারবেন। ইতালিয়ান দোকানদারেরা আপনাকে জোর করে কাজে নিয়ে নিবে। হয়তো আপনি কাজ করবেন না, তারা আপনাকে অনুরোধ করবে। আপনাদেরকে বলতে হবেনা ভাই আমাকে একটা কাজ দেন। তাহলে বুঝতেই পারছেন মোবাইল সার্ভিসিং কাজটা খুব খুব ভালো মানের একটা কাজ।
মোবাইল সার্ভিসিং এর কাজ করবেন চলে আসবেন মাসে মাসে আপনার স্যালারি দিয়ে দিবে কোন ঝামেলা নেই।

3. গার্মেন্টস এর কাজ

অনেকেই গার্মেন্টস এর কাজ পারেন তবে ইতালিতে এসেও আপনারা একই কাজ করতে পারবেন।

তো যদি মোটামুটি গার্মেন্টস এর কাজ জানা থাকে তাহলে এসেই মাসে কমপক্ষে 1500 ইতালিয়ান টাকা ইনকাম করতে পারবেন।

যদি আপনি ভালো মেশিন চালাতে পারেন, সে ক্ষেত্রে আপনাকে ইতালিতে সর্বনিম্ন পাঁচ টাকা ঘন্টা দিবে। পাঁচ টাকা ঘন্টা মানে আপনাকে দিয়ে দৈনিক 10 ঘন্টা কাজ করেন তাহলে প্রতিদিন 10*5= 50 টাকা মাসে 1500 ইতালিয়ান টাকা ইনকাম করতে পারবেন। এই 1500 টাকা রেস্টুরেন্টের দুই তিন বছরের অভিজ্ঞতা নিয়েও ইনকাম করতে পারে না যেটা আপনি আসার সাথে সাথেই গার্মেন্টস সেক্টরে কাজটা করতে পারবেন।

4. শীপ এর কাজ

অনেকেই শীপের কাজ করতে পারেন। এইখানে শীপের যেমন রং করার কাজ, ওয়েল্ডিং এর কাজ, ইলেকট্রিকাল এর কাজ এছাড়াও বিভিন্ন বিভাগে কাজ করার সুযোগ রয়েছে। আপনার যদি জাহাজ তৈরীর কাজ জানা থাকে তবে মাসে 2, 3, এমনকি 4000 ও ইনকাম করতে পারবেন এটাতেও ভাল ইনকাম আছে তবে এই কাজে কষ্ট বেশি।

5. ভাষা শেখা

সবচেয়ে বড় কাজ হল ভাষা শেখা। যেহেতু আপনাদের পাসপোর্ট জমা দিয়েছেন তারা এই বছর আসতে না পারলেও সামনের বছরে চেষ্টা করবেন কিন্তু যেহেতু ইতালিতে আসার একটা স্বপ্ন মনে জেগেছে সেহেতু আপনাদের একটা কথা সর্বপ্রথম মনে রাখতে হবে আর সেটা হল ইতালির ভাষা টা শেখা।

এখন আপনি বলতে পারেন ভাষাটা কিভাবে শিখবো? আসলে ইতালিয়ান ভাষা শেখার জন্য আপনারা ইউটিউবে অনেক ভিডিও পাবেন কিন্তু ধাপে ধাপে এবং সহজে শেখার জন্য https://youtube.com/@ItalianBangla26 এই লিংকে গিয়ে শিখতে পারেন।

তবে আপনি যদি ইতালিয়ান ভাষা শিখতে পারেন তাহলে আপনাদের যেকোনো কাজ আপনার জন্য সহজ হয়ে যাবে এবং আপনার মূল স্যালারির সাথে আরো 200- 300 ইতালিয়ান টাকা বেশি পাবেন।

আপনাদের পাসপোর্ট সম্পর্কিত ছোট্ট একটা কথা বলি সেটা হল ইতালিতে আসতে পাসপোর্ট লাগবে আর পাসপোর্ট ছাড়া আপনি আসতে পারবেন না। এখন পাসপোর্টে ইউজার নাম আর নিক নাম আলাদা হতে হবে। যেমন ইউজার নাম আলামিন এবং নিক নাম আল আমিন এই রকম থাকলে সমস্যা নেই এক কথাই নিক নেম ইউজার নেম হবুহু একই হওয়া যাবে না। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। পোস্ট টি ভাল লাগলে শেয়ার করবেন আর এই রকম সহায়ক পোস্ট পেতে Helpnotice এর সাথেই থাকবেন এই পর্যন্ত সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন, আসসালামু আলায়কুম।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
close