Web Site Traffic Down & Post Index Problem Solve - Spam Update | ট্রাফিক ডাউন, পোস্ট ইনডেক্স সমস্যা ও স্প্যাম আপডেট

Web Site Traffic Down & Post Index Problem Solve - Spam Update | ট্রাফিক ডাউন, পোস্ট ইনডেক্স সমস্যা ও স্প্যাম আপডেট

Website Spam Update

Those who work with websites are going through a very bad time these days. But those who work with unique content hope they are not facing any problem. Due to the expectation of one update after another in Google, the traffic on the web site is completely down and the post is not getting indexed in Google or the indexed post is being removed from Google.


In today's post I will try to discuss why all these problems are happening and how to solve them.


First, let's find out what problems are currently happening on our site.


The first problem is that the visitors are completely down, that is, all the sites which were getting 10000, 5000, 15000 and even 20000 visitors even two days ago, the number of visitors has come down to 3000 - 4000 and those which used to get 1000 - 2000 visitors have now come down to 300 - 400 visitors. . If any of you have reduced visitors, you can comment.


The 2nd problem is that if you make a new post on the website, the post is not getting indexed in Google, but the posts that were indexed in Google earlier are being removed from Google.


Again if you post any new post from here you are sending review request from url inspect everything is fine then you will see that google is not indexing, but now this problem is increasing and visitors are down those who were already coming are down.


Now talking about why this problem is happening? Everything was going well, then suddenly something happened in Google due to which the problems are happening. Look at Google, updates are coming one after another, and Google has always said that you should work in a genuine way, that is, work with original content, then your site will be fine, but we no longer listen to Google's words, because other posts are copied and pasted or other posts. We are writing by ourselves or posting with rewrite tool or applying other more systems excluding our own content and due to which these problems are happening.


Take care to see that all the content that you have or have written yourself, there is no problem with this type of post, i.e. it is getting indexed quickly and then it remains in Google.


If you pay attention, you will see that a lot of updates are coming in blogging and many of us do not know about this update, so I will try to discuss this update in detail in this post.


The update coming on 25th of August has been updated again in September. Updates came again on September 12th to 20th and the last update came on October 19th. The update that came on August 25 is the Helpful Content Update, that is, Google will not accept any kind of copy content, translate content, writing by yourself after seeing other people's ideas, etc., even if you want.


For those of us who are working on Bangla content, this problem was not happening, our visitors were coming to the Bangla site and there was no problem, then another update came on September 12th as news update, then on September 20th, product review update came for marketing.


Since spam update our site visitors are down new post index problem started and even old post from google

being removed from


However, you can visit the official link of Google to know all the updates of blogging in detail. Below is the link


https://developers.google.com/search/updates/ranking


Translated in Bengali

বর্তমান সময়ে যারা ওয়েবসাইট নিয়ে কাজ করেন তাদের খুবই খারাপ একটা সময় চলছে। তবে যারা ইউনিক কনটেন্ট নিয়ে কাজ করেন আশা করি তাদের কোন সমস্যা হচ্ছে না। গুগলে একের পর এক আপডেট আশার কারণেই বর্তমান সময়ে ওয়েব সাইটে ট্রাফিক একেবারেই ডাউন হয়ে গিয়েছে এবং পোস্ট করলে গুগলে ইনডেক্স হচ্ছে না অথবা ইনডেক্স হওয়া পোস্ট গুগল থেকে রিমুভ হয়ে যাচ্ছে।


আজকের পোস্টে এই সকল সমস্যাগুলো কেন হচ্ছে এবং কিভাবে এর সমাধান করবেন তা আলোচনা করার চেষ্টা করব।


প্রথমে জেনে নিই বর্তমান সময়ে আমাদের সাইটে কি কি সমস্যা হচ্ছে।


প্রথম সমস্যা হল ভিজিটর একেবারে ডাউন হয়ে গেছে অর্থাৎ দুদিন আগেও যে সকল সাইটে ভিজিটর 10000, 5000, 15000 এমনকি 20000 পর্যন্তও আসতো সে সকল সাইটে ভিজিটর সংখ্যা 3000 - 4000 এ নেমে এসেছে আর যাদের 1000- 2000 ভিজিটর আসতো তাদের এখন 300 - 400 ভিজিটরে নেমে এসেছে। আপনাদের কারো যদি ভিজিটর কমে গিয়ে থাকে তবে কমেন্টে জানাতে পারেন।


২য় সমস্যা হল নতুন কোন পোস্ট ওয়েব সাইটে করলে ঐ পোষ্ট কিন্তু গুগোলে ইন্ডেক্স হচ্ছে না বরঞ্চ আগে গুগলে ইনডেক্স হওয়া পোস্ট গুলো গুগল থেকে রিমুভ হয়ে যাচ্ছে।


আবার আপনি যদি নতুন কোন পোস্ট করেন সেটাও এখান থেকে আপনি ইউ আর এল ইনসপেক্ট থেকে রিভিউ রিকোয়েস্ট পাঠাচ্ছেন সবকিছু ঠিকঠাক রয়েছে তারপর দেখবেন গুগল ইনডেক্স হচ্ছে না, বর্তমানে কিন্তু এই সমস্যাটি প্রচুর হচ্ছে এবং ভিজিটর ডাউন হয়ে গেছে যাদের অলরেডি আসতো তাদের ভিজিটর ডাউন হয়ে গিয়েছ।


এখন কথা হচ্ছে এই সমস্যা কেন হচ্ছে? সব ঠিকই ছিল ভালই তো চলতেছিল তাহলে হঠাৎ করে কি এমন হলো গুগলে যার কারণে সমস্যা গুলো হচ্ছে। দেখুন গুগলে একের পর এক আপডেট এসেই যাচ্ছে  আর গুগল কিন্তু সব সময় বলে এসেছে আপনারা জেনুইন ভাবে কাজ করুন অর্থাৎ অরজিনাল কনটেন্ট নিয়ে কাজ করুন তাহলে আপনার সাইট সবকিছু ঠিকঠাক থাকবে কিন্তু আমরা তো আর গুগলের কথায় কান দিই নাই কারন অন্য পোস্ট কপি পেস্ট করে অথবা অন্য পোস্ট দেখে দেখে নিজেরা লিখে বা রি রাইট টুল দিয়ে লিখে পোস্ট করছি বা অন্যান্য আরো সিস্টেম এপ্লাই করছি আমাদের নিজস্ব কন্টেন্ট বাদ দিয়ে আর যার কারণে এই সমস্যা গুলো হচ্ছে।


একটু খেয়াল করে দেখুন আপনার নিজস্ব যে সকল কন্টেন্ট আছে বা নিজেই লিখেছেন এ ধরনের পোস্টে সমস্যা হচ্ছে না অর্থাৎ দ্রুত ইন্ডেক্স হয়ে যাচ্ছে তারপর গুগলে এটা কিন্তু থাকছে।


একটু খেয়াল করলে দেখবেন ব্লগিং-এ প্রচুর পরিমাণে আপডেট আসছে আর এই আপডেট সম্পর্কে আমরা অনেকেই জানি না এজন্য এই আপডেট সম্পর্কে এই পোষ্টের মধ্যে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করবো।


আগস্ট মাসে 25 তারিখে যে আপডেট আসছে সেপ্টেম্বর আবার আপডেট করা হয়েছে। সেপ্টেম্বর এর 12 তারিখ থেকে 20 তারিখে আবার আপডেট এসেছে এবং লাস্ট আপডেট এসেছে অক্টোবরের 19 তারিখ। এই যে আগস্ট এর 25 তারিখে যে আপডেট এসেছে তা হচ্ছে হেল্পফুল কন্টেন্ট আপডেট অর্থাৎ গুগোল এখন আপনি চাইলেও কোন ধরনের কোন কপি কনটেন্ট, ট্রান্সলেট কনটেন্ট, অন্যের আইডিয়া দেখে নিজে নিজে লিখা ইত্যাদি কোন কিছুই গ্রহণযোগ্য করবে না।


আমরা যারা বাংলা কনটেন্ট নিয়ে কাজ করছি তাদের জন্য এই প্রবলেমটি হচ্ছিলোনা বাংলা সাইটে আমাদের ভিজিটর আসছিল এবং কোন কিছুই সমস্যা ছিল না পরবর্তীতে সেপ্টেম্বর 12 তারিখের খবর আপডেট বলে আরেকটি আপডেট এসেছে এরপরে সেপ্টেম্বরের 20 তারিখে প্রডাক্ট রিভিউ আপডেট এসেছে মার্কেটিংয়ের জন্য।


স্পাম আপডেটের পর থেকে আমাদের সাইটে ভিজিটর ডাউন হয়ে গেছে নতুন পোস্ট ইনডেক্সের সমস্যা শুরু হয়েছে এবং পুরাতন পোস্ট হলেও গুগল থেক

থেকে রিমুভ হয়ে যাচ্ছে।


যাইহোক ব্লগিং এর সকল আপডেট বিস্তারিত ভাবে জানতে গুগলের অফিসিয়াল লিংকে গিয়ে দেখতে পারেন। নিচে লিংকটি দেওয়া হল


https://developers.google.com/search/updates/ranking


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
close