বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম | Bkash Agent Registration Process

বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম
Bkash Agent Registration Process 

Bkash Agent Registration Process 

বিকাশ এজেন্ট একাউন্ট খোলার জন্য কি কি লাগবে?

  1. প্রতিষ্ঠিত দোকানঃ বিকাশ এজেন্ট হওয়ার প্রথম যোগ্যতা একটি দোকান থাকা। এমন জায়গায় দোকান থাকতে হবে যেখানে বিকাশ এজেন্ট প্রয়োজন এবং চাহিদা রয়েছে।
  2. ট্রেড লাইসেন্সঃ আপনার দোকানের সরকারি ব্যবসা লাইসেন্স বা ট্রেড লাইসেন্স থাকতে হবে। না থাকলে এলাকার ইউনিয়ন অফিস অথবা সিটি কর্পোরেশন থেকে ট্রেড লাইসেন্স করে নিতে হবে। ট্রেড লাইসেন্স পেতে সরকারি কর দিতে হয় যা এলাকাভেদে ২০০-৫০০ টাকা হতে পারে।
  3. জাতীয় পরিচয় পত্র বা স্মার্ট আইডি কার্ড/ড্রাইভিং লাইসেন্স/পাসপোর্ট এর ফটোকপি (৪ কপি)
  4. সদ্যতোলা পাসপোর্ট সাইজের ছবি (৪ কপি)
  5. একটিভ সিম (বিকাশ একাউন্ট নেই এমন)

বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম
Bkash Agent Account Registraion Process

  1. সার্ভিস পয়েন্ট থেকে বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম
  2. মার্কেটিং অফিসার কর্তৃক বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম
  3. অনলাইনে বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়ম

অনলাইনে বিকাশ এজেন্ট একাউন্ট খোলার নিয়মঃ

  • প্রথমে গুগলে গিয়ে BKash Agent Registration Form লিখে সার্চ করুন।
  • নিচের ছবিটি অনুসরন করে এজেন্ট/মার্চেন্ট একাউন্ট খোলার অনুরোধ পাঠান এই লিংক এ প্রবেশ করুন।
  • এরপর ফরমে এজেন্ট সিলেক্ট করে ফরমটি পূরণ করুন।

বিকাশ এজেন্ট একাউন্ট ফরম পূরণে যা প্রয়োজন হবেঃ

  • যিনি এজেন্ট হতে চান তার নাম (ভোটার আইডি অনুযায়ী)
  • ফটো আইডি নাম্বার (জাতীয় পরিচয় পত্র বা স্মার্ট আইডি/পাসপোর্ট/ড্রাইভিং লাইসেন্স)
  • ট্রেড লাইসেন্স নাম্বার
  • যোগাযোগ নাম্বার
  • দোকানের নাম
  • দোকানের ঠিকানা
  • ইমেইল আইডি

আপনার অনুরোধ পাওয়ার পর যোগাযোগ করার জন্য আপনার এলাকার বিকাশ মার্কেটিং অফিসার চলে আসবেন, প্রয়োজনীয় ডকুমেন্টস নিবেন এবং ভেরিফিকেশন করে জমা দিবেন। সবকিছু ঠিক থাকলে ১ মাসের মাঝেই বিকাশ এজেন্ট একাউন্ট একটিভ হয়ে যাবে।


বিকাশ এজেন্ট একাউন্ট খুলতে কত টাকা লাগবে?

কোন নির্দিষ্ট এমাউন্ট নেই। আপনার দোকানের লোকেশন, ডেইলি ট্রাঞ্জেকশন কত হতে পারে এসব বিবেচনায় নিয়ে প্রথমবার একটা এমাউন্ট লোড করে নিতে হবে।

বিকাশ এজেন্ট একাউন্ট ধরে রাখার শর্তঃ

প্রতিদিন মিনিমাম ২০০০ টাকা লেনদেন করতে হবে
  • বিকাশ এজেন্ট একাউন্টে সবসময় ৭০০০ টাকার বেশি থাকতে হবে।
  • প্রতিমাসে মিনিমাম ৫ টি বিকাশ পার্সোনাল একাউন্ট খুলতে হবে

বিকাশ এজেন্ট কমিশন

  1. বিকাশ এজেন্ট একাউন্টে পার্সোনাল একাউন্ট থেকে ক্যাশ আউট কিংবা পার্সোনাল বিকাশ একাউন্টে টাকা পাঠানো, উভয় ক্ষেত্রেই বিকাশ এজেন্ট কমিশন পাবেন।
  2. বিকাশ কোড *২৪৭# ডায়াল করে প্রতি ১০০০ টাকা ট্রাঞ্জেকশনের জন্য বিকাশ এজেন্ট ৪.১০ টাকা কমিশন পেয়ে থাকেন।
  3. বিকাশ এজেন্ট অ্যাপ দিয়ে প্রতি ১০০০ টাকা ট্রাঞ্জেকশনের জন্য বিকাশ এজেন্ট ৪.৩০ টাকা কমিশন পাবেন।
  4. লেনদেনের ৯০ শতাংশ বা তার বেশি অ্যাপ দিয়ে করলে বিকাশ এজেন্ট প্রতি হাজার টাকায় ০.২০ টাকা অতিরিক্ত কমিশন পাবেন। অর্থাৎ, প্রতি হাজার লেনদেনে বিকাশ এজেন্ট ৪.৫০ টাকা কমিশন পাবেন।

প্রশ্ন ও উত্তর

  • বিকাশ এজেন্ট একাউন্ট থেকে অন্য এজেন্ট একাউন্টে লেনদেন করা যায়?
উত্তরঃ এজেন্ট একাউন্ট থেকে অন্য এজেন্ট একাউন্টে লেনদেন করা যাবে না।

  • আইডি কার্ড না থাকলে বিকাশ এজেন্ট হওয়া যাবে?
উত্তরঃ আইডি কার্ড না থাকলে বিকাশ এজেন্ট হওয়া যাবে কিন্তু সেক্ষেত্রে অনলাইন পাসপোর্ট / ড্রাইভিং লাইসেন্স এর ডকুমেন্টস থাকতে হবে।



Next Post Previous Post
1 Comments
  • Anonymous
    Anonymous January 26, 2023 at 11:07 AM

    01627977711

Add Comment
comment url
close