সৌদিতে ড্রাইভিং লাইসেন্স কিভাবে করবেন নিয়ম, ডকুমেন্ট, খরচ বিস্তারিত How to get Driving License in Saudi rules, documents, Cost Details

How to get Driving License in Saudi rules, documents, Cost Details
সৌদিতে ড্রাইভিং লাইসেন্স কিভাবে করবেন নিয়ম, ডকুমেন্ট, খরচ বিস্তারিত

প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন?  আপনাদের সকলকে জানাই সাদর আমন্ত্রণ, আজকে কথা বলব যে সকল ভাই ও বোনেরা সৌদি আরবে একটা ড্রাইভিং লাইসেন্স করতে চাচ্ছেন এবং কত খরচ হবে সেই সম্পর্কে। একটা ড্রাইভিং লাইসেন্স অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং দামি। যাদেরকে ড্রাইভিং লাইসেন্স আছে তারা কিন্তু বেশি সময় বেকার থাকে না তারা কোন না কোন কাজ তারা পেয়ে যায়। আপনি যদি বেকার থাকেন কাজ নেই তাহলে আপনি চেষ্টা করতে পারেন একটা ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য, ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি যেকোন সময় যেকোন কাজ পেয়ে যাবেন। বর্তমানে কিন্তু বাংলাদেশীরা খুব বেশি পরিমাণ বিভিন্ন ফুড ডেলিভারি এবং অনলাইন ডেলিভারি তে কাজ করে ভালো টাকা ইনকাম করে। আবার অনেকেই আছেন ড্রাইভিং লাইসেন্স বানিয়ে নিজে গাড়ি কিনে নিজেই আয় করছেন। তো আপনি একটা ড্রাইভিং লাইসেন্স কিভাবে বানাবেন? কত টাকা লাগবে? কি কি প্রয়োজন? এ বিষয়ে আজকে তথ্য দেব।


Saudi Arabia Driving Licence info

ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য ডকুমেন্ট

  1. প্রথমত একটা ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য এখন আপনাকে অবশ্যই অ্যাপোয়েন্টমেন্ট নিতে হবে। আপনি সরাসরি ড্রাইভিং স্কুলে গেলে আপনাকে ভর্তি হওয়ার সুযোগ দিবে না। আগে যেমনটা সরাসরি আমরা ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য ড্রাইভিং স্কুলে যেতাম ফাইল জমা দিতাম ভর্তি হতাম তারপরে আমরা লাইসেন্স বের করতাম। এখন নিয়ম হল প্রথমে আপনাকে www.absher.sa এই লিংকে প্রবেশ করে আপনাকে অ্যাপোয়েন্টমেন্ট নিতে হবে অবশ্যই আপনারা আফসোস থেকেই আপনাকে প্রবেশ করতে হবে।
  2. দ্বিতীয় শর্ত হলো ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য আপনার অবশ্যই ইকামা হতে হবে, ইকামার মেয়াদ থাকতে হবে।
  3. তৃতীয় শর্ত হল আপনার ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য আপনার ইকামার ফটোকপি এবং পাসপোর্ট ফটোকপি অবশ্যই থাকতে হবে।


ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য ফাইল কিভাবে তৈরি করবেন

একটা ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য প্রথম কাজটি হলো অ্যাপয়েন্টমেন্ট সেটি আপনি অনলাইনে পেয়ে যাচ্ছেন।

দ্বিতীয় কাজটি হল আপনাকে মেডিকেল করতে হবে। ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য বিভিন্ন মেডিকেল মেডিকেল করে থাকে। ড্রাইভিং লাইসেন্সের জন্য আলাদা মেডিকেল হয়ে থাকে এ জন্য কোন কোন কোন মেডিকেলে 100 রিয়াল আবার কোন কোন মেডিকেলে 150 রিয়াল পর্যন্ত ফি নিয়ে থাকে। বর্তমানে মেডিকেল কিন্তু অনলাইন হচ্ছে। আপনি যদি অনলাইন মেডিকেল করেন তাহলে কোন সমস্যা নেই, যদি আপনি অফলাইন মেডিকেল করেন তাহলে মেডিকেলের ফাইলটি আপনার সাথে থাকতে হবে। তবে মোটামুটি সবাই কিন্তু এখন অনলাইন মেডিকেল করেছে।


এর পরে আপনি আপনার ইকামা এবং আপনার পাসপোর্ট ফটোকপি একটা ফাইল এর মধ্যে সংযুক্ত করে নিবেন, যদি আপনি প্রাইভেট লাইসেন্স বানাতে চান তাহলে আপনি সবুজ কালারের ফাইল নেবেন। আর আপনি যদি কমার্শিয়াল লাইসেন্স বানাতে চান যেমন, আমুমি তাহলে আপনি হলুদ কালারের ফাইল নিবেন। ফাইলটি কেনার সময় খেয়াল রাখতে হবে সবুজ হলো প্রাইভেটের জন্য, ছোট লাইসেন্সের জন্য আর কমার্শিয়াল লাইসেন্স এর জন্য যারা আমুমি ট্যাক্সি চালাবে, বড় গাড়ি চালাবে, ডাইনা চালাবে, বড় মাইক্রোবাস চালাবে, কোন কোম্পানির আন্ডারে কাজ করবে তাদের জন্য অবশ্যই হলুদ প্রোফাইলটি লাগবে। 


ড্রাইভিং লাইসেন্স বানানোর জন্য ফি কত লাগে

বর্তমানে ফ্রী কে তিন ভাগে বিভক্ত করেছে 

যারা একেবারেই গাড়ি চালাতে পারেন না

যারা লার্নার, শিখবেন 

একেবারেই পারেন না তাদের জন্য ভর্তি ফি হল 2650 রিয়াল

যারা মোটামুটি গাড়ি চালাতে পারেন তাদের জন্য ভর্তি ফি হল 1450-1460 রিয়াল তবে একটু কম-বেশি হতে পারে।

যারা প্রপার গাড়ি চালাতে পারেন যাদের কাছে ইন্টারন্যাশনাল লাইসেন্স আপনি টেস্ট দেওয়ার পরে যদি আপনার ট্রেইনারের মনে হয় যে আপনি প্রপার গাড়ি চালাতে পারেন তাহলে আপনাকে সর্বোচ্চ ক্লাস দিবে 10 দিনের জন্য এবং আপনার ভর্তি ফি লাগবে 750 রিয়াল।


ড্রাইভিং লাইসেন্স ফি কত

এটি অনেকের প্রশ্ন থাকতে পারেে এবং এই প্রশ্নের উত্তরটি হল, 5 বছরের জন্য প্রাইভেট লাইসেন্স বের করার জন্য 250 রিয়াল লাগে, যখন আপনার সমস্ত কিছু কমপ্লিট হয়ে যাবে তখন আপনি ব্যাংকে লাইসেন্সের জন্য যখন ফি পেমেন্ট করবেন তখন আপনি আপনার লাইসেন্সটি পেয়ে যাবেন 250 রিয়ালে। আর 10 বছরের জন্য বানালে 450 রিয়াল লাগবে।


এখন আনেকেই হয়তো প্রশ্ন করবেন আমার কাছে দুবাইয়ের লাইসেন্স আছে, আমার কাছে গাল্ভ ভুক্ত দেশের লাইসেন্স আছে আমার কী করনীয়?

গাল্ভ ভুক্ত দেশের লাইসেন্স থাকলে এখন আর তেমন ঝামেলা হচ্ছে না আপনি যে দেশের লাইসেন্সধারী সেই দেশের এম্বাসি থেকে আপনাকে  সত্যায়ন করতে হবে তারপরে আপনি মরুলে গিয়ে ফি পেমেন্ট করে আপনার লাইসেন্সটা আপনি বের করতে পারবেন, এখন অনেকটাই সহজ করেছে।


যাদের কাছে বাংলাদেশের বড় লাইসেন্স আছে তারা যখন ভর্তি হওয়ার জন্য যাবেন তখন বাংলাদেশী লাইসেন্সটাকে তরজমা করে নিবেন। অনেকেই কিন্তু দুই নম্বর লাইসেন্স নিয়ে যান সে ক্ষেত্রে পরামর্শ থাকবে অবশ্যই অরিজিনাল লাইসেন্স থাকলে সেটাকে আরবিতে ট্রান্সলেট করে আপনার ফাইলের সাথে সংযুক্ত করে দেবেন।


যারা বড় গাড়ি চালাতে চান, বড় গাড়ির জন্য লাইসেন্স বানাতে চান, বড় গাড়ির জন্য লাইসেন্স বানানোর পুরো নিয়মটি আপনাদেরকে পরে জানানোর চেষ্টা করব। আশা করি ভালো থাকবেন ধন্যবাদ।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
close