সৌদি আরবের কোন শহরে সব থেকে বেশি কাজ পাওয়া যায়? | Which city in Saudi Arabia has the most jobs?
Which city in Saudi Arabia has the most jobs?
সৌদি আরবের কোন শহর বা এলাকাতে সব থেকে বেশি কাজ পাওয়া যায়?
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, কেমন আছেন সবাই ? যাই হোক আমরা প্রতিনিয়ত আপনাদের কাছ থেকে একটা প্রশ্নের সম্মুখীন হয় সেটি হল সৌদি আরবের কোন শহরে সব থেকে বেশি কাজ পাওয়া যায়? সৌদিতে বেশ কয়েকটি শহর আছে যেগুলো ইন্ডাস্ট্রিয়াল শহর, ইন্ডাস্ট্রিয়াল একটু বেশি তবে একটা কথা না বললেই নয় যিনি কাজ জানে তার জন্য সৌদি আরবের প্রত্যেকটা অঞ্চলেই কাজের কোন অভাব নেই। সৌদি আরব 21 লক্ষ বর্গ কিলোমিটারের দেশ- বিশাল অর্থনীতির দেশ। যারা কাজ জানে তাদের জন্য কখনোই কাজের অভাব ছিল না।
Which city in Saudi Arabia has the most jobs? |
গত কয়েক বছরে প্রচুর পরিমাণে আমাদের দেশ থেকে যারা এসেছেন তার মধ্যে 90 ভাগ প্রবাসী কিন্তু শুধুই চারটি হাত ও পা নিয়ে চলে আসেন কিন্তু কোন কাজ শিখে আসেন না। অদক্ষ প্রবাসীদের সৌদি আরবের চাহিদা কিন্তু দিন দিন কমছে, আপনি কাজ জানেন না আপনার চাহিদা অনেক কম, আপনার দামও অনেক কম। সৌদিতে যিনি কাজ জানেন তাকে মোয়াল্লেম বলে তারা ডেকে থাকে আর যারা কাজ জানেনা তাকে আমেল বলেই ডাকে। সম্মানের দিক থেকেও কিন্তু কাজ জানা লোকের সম্মান একটু বেশি।
এরপরে আপনাদের মধ্যে অনেকেরই একটা চিন্তা থাকে আমি বেশি বেতনে কাজ করব অল্প বেতনে কাজ করব না। সৌদিতে আসার পরেই ঘরে বসে থাকেন, কম বেতনে কাজ করতে চান না। আপনি ফ্রি ভিসায় এসেছেন আপনি জানেন সৌদিতে ফ্রি ভিসা বলে কোন ভিসা নেই এর পরেও যেহেতু চলে এসেছেন সেহেতু আপনাকে কাজ করতে হবে, আপনার জন্য আপনার পরিবারের জন্য এবং আপনি যে টাকা ধার দেনা করে এসেছেন সেটা তোলার জন্য। ঘরে বসে থেকে আপনি কোন কাজ পাবেন না। আপনি যখন একটা কাজে চলে যাবেন সেখানে নানান কিসিমের মানুষের সাথে আপনার সম্পর্ক হবে, কথা হবে, অভিজ্ঞতা অর্জন করবেন, একজনের সাথে একজনের কথাবার্তা হতে হতেই কিন্তু আরেকটা রাস্তা চলে আসে। ঘরে বসে থেকে তিন হাজার রিয়াল বেতনে কাজ করবেন এমন স্বপ্ন দেখাটা আমি বলব আপনার জন্য মোটেও ঠিক হচ্ছে না। আমাদের বেশির ভাগ প্রবাসী আমাদের কাছে জানতে চেয়েছেন যে কফি শপের কাজ আছে কিনা? আবাসিক হোটেলে কাজ আছে কিনা? বা সৌদিতে কয়টা কফি শপ আছে? কয়টা আবাসিক হোটেল আছে?
এ দেশে ইন্ডাস্ট্রির কোন অভাব নেই, আপনি যদি পরিশ্রম করতে পারেন তাহলে আপনি টাকা কামাতে পারবেন। আপনারা মামা, খালু বা কোন আত্বিয় আজকে পয়সাওয়ালা যারা পয়সা কামাচ্ছেন যারা বাড়িতে বিল্ডিং বানিয়েছে তারা কেউ সৌদি আরবে আরাম করে পয়সা কামাই নি, প্রত্যেকেই কিন্তু পরিশ্রম করেছে। আপনি দেখবেন বিভিন্ন অঞ্চলে বাংলাদেশীরা ব্যবসা-প্রতিষ্ঠান খুলে রেখেছে এরা সবাই এদেশে পরিশ্রম করে এ অবস্থানে এসেছে, তাই আপনিও আসতে পারবেন একটা সময় যদি আপনি পরিশ্রম করতে পারেন, পরিশ্রম করার অভ্যাস গড়ে তুলতে পারেন। ঘরে বসে থেকে কফি শপে কাজ করবেন, 1500 রিয়াল বেতনে কাজ করবেন না তাহলে আপনার জন্য সৌদি আরবে কোন কিছুই নেই।
সৌদি আরবের কোন শহরে বেশি কাজ পাওয়া যায়?
এখন জানাবো যে সৌদি আরবের কোন শহর বা এলাকাতে সব থেকে বেশি কাজ পাওয়া যায়? কোন কোন শহরগুলোতে?
1. জুবাইলঃ যারা কাজ জানেন না, যারা পরিশ্রম করতে অভ্যস্ত বা করতে চান তাদের উদ্দেশ্যে বলবো আপনি চাইলে জুবাইলে যেতে পারেন ইয়ানবুতে যেতে পারেন। জুবাইল এবং ইয়ানবু সৌদি আরবের কলিজা, অর্থনীতির লিভার বলা হয়ে থাকে যুবাইল এবং ইয়াবুকে। জুবাইলকে লিভার বলার কারন হলো জুবাইলের পাশেই হল দাহারাইন আর দাহারাইনের পাশেই হলো রাজতন্ত্রীয়া। আর সেখানেই অবস্থিত সৌদি আরবের সব থেকে বড় তেল কোম্পানি এবং বিশ্বের সব থেকে বড় তেল কোম্পানি আরামকো।
আরামকো হওয়ার কারণে জুবাইলে প্রচুর পরিমাণে ইন্ডাষ্ট্রি হয়েছে। প্রচুর বলতে যা বলার বাহিরে। জুবাইল এর পাশেই হলো রয়েল কমিশন, এই রয়েল কমিশনেও প্রচুর কাজ পাওয়া যায়। রয়েল কমিশন এত সুন্দর এতটা ক্লিন সিটি একবার গেলেই আপনি বুঝতে পারবেন। রয়েল কমিশনে সাধারণত প্রবাসীদের রাতে ঘুমাতে পারে না, শুধুমাত্র হাউজ ড্রাইভার এবং ঘরের কাজের লোক ছাড়া বাহিরের কোন লোক সেখানে থাকতে পারেনা ফ্যামিলি ছাড়া। জুবাইল এই জন্যই জনপ্রিয় যে জুবাইলে কাজের চাহিদা বেশি।
জুবাইলে যারা কাজ করে তারা ঘন্টা হিসেবে কাজ করে। ঘন্টায় 10 রিয়াল, 20 রিয়াল যে যেমন কাজ জানে। যেমন আপনি ওয়েল্ডিং এর কাজ জানেন, আপনি মেশিনের কাজ জানেন তাহলে আপনার চাহিদা প্রচুর পরিমাণে আছে। তবে জুবাইলে সমস্যাও আছে। আর সমস্যা হল জুবাইলের কাজ আপনার সাপ্লাই এর মাধ্যমে হয়ে থাকে এবং সাপ্লাই এর মাধ্যমে কাজ করতে হয়। তার জন্য এক্ষেত্রে বেতন পেতে একটু সময় লাগে, অনেক সময় প্রতারিত হতে হয়। তবে সব সাপ্লাই যে খারাপ এটা বলব না কিছু ভালো সাপ্লাই আছে দীর্ঘ কয়েক বছর ধরে তারা ব্যবসা করে যাচ্ছে বাংলাদেশীরা।
জুবাইলে যদি আপনি সেটেল হতে চান তবে আমি আপনাকে সাধুবাদ জানাবো, আপনি জুবাইলে সেটেল হোন কারণ জুবাইলে প্রচুর কাজ পাওয়া যায়। বেতন একটু দেরিতে পেলেও জুবাইল এ যারা কাজ করে প্রত্যেকেই কিন্তু তিন সাড়ে তিন চার হাজার রিয়াল পর্যন্ত কামাই করে কারণ জুবায়ের কাজ হল ঘন্টা হিসেবে প্রতি ঘন্টা 12 রিয়াল, 15 রিয়াল 10 রিয়াল এরকম। আবার কিছু কিছু সাপ্লাই আছে যারা মাসে মাসে বেতন দিয়ে দেয় আপনি জুবাইলে সেটেল হতে পারেন।
2. ইয়ানবুঃ এরপরে আছে ইয়ানবু, ইয়ানবুতেও জুবাইলের মতই কাজ। যুবাইলের মধ্যে জুবাইল 1, জুবাইল 2 এবং জুবাইল 3 আছে। এরপর জুবাইলের মধ্যে সৌদি আরবের সেকেন্ড কোম্পানি সাবিক আছে এবং এটি সরকারি কোম্পানি। এর আন্ডারে শত শত কোম্পানি কাজ করে জুবাইলে। রাবিকে একটা সময় কাজ পাওয়া গেছে কারণ রাবিকে আব্দুল্লাহ সিটি হয়েছিল যার কারণে অনেক কাজ ছিল একটা সময় এখন কিন্তু আব্দুল্লাহ সিটি কমপ্লিট হয়ে গেছে এখন সাধারণ কাজের জন্য লোক নেয় তারা। তবে মেজর কাজের জন্য কিন্তু এখন রাবিকে তেমন লোক নেয় না তারপরেও যদি আপনাদের পরিচিত কোন লোক থাকে তবে রাবিকে সেটেল হওয়ার চেষ্টা করতে পারেন।
3. মক্কাঃ অনেকেই বলেন আমি মক্কায় কাজ করতে চাই, অনেক ধর্মপ্রাণ মুসলিম চাই যে মক্কাতে সেটেল হওয়ার জন্য। দেখুন মক্কাতে কোনো ইন্ডাষ্ট্রি নেই বললেই চলে। সৌদি সরকার মক্কা কে আলাদা করে রেখেছে। কারণ মক্কাতে বেশি ট্রাফিক ঝামেলা হোক এটা চাই না। মক্কার পরিবর্তে সবকিছু জেদ্দাতেই করেছে। জেদ্দাতে এয়ারপোর্ট, মক্কাতে এয়ারপোর্ট পর্যন্তও করেনি সরকার যাতে মক্কাতে ট্রাফিক কম হয় এবং মানুষ যেন স্বাচ্ছন্দে ওমরাহ করতে পারে হজ করতে পারে। মক্কার কাজগুলো জেদ্দাতেই হয়ে থাকে বেশিরভাগ সময়। মক্কার যত নিত্য প্রয়োজনীয় জিনিস আছে সব কিছুই কিন্তু জেদ্দা থেকে আসে।
তবে মক্কাতে একটা সময় আবাসিক হোটেলে প্রচুর কাজ পাওয়া যেত। করোনা মহামারির জন্য আবাসিক হোটেলগুলো বন্ধ হওয়াতে এখন আর তেমন একটা কাজ পাওয়া যায় না। তবে আপনি যদি কোন আবাসিক হোটেলে কাজ পেয়ে থাকেন বা পান তাহলে করতে পারেন তবে আমার মতে মক্কাতে আপনি যদি ছুটা কাজ করতে চান তাহলে আসবেন না মক্কাতে তেমন একটা কাজ নেই। কারণ মক্কা ইন্ডাস্ট্রিয়াল সিটি না। এখানে ইনডাস্ট্রি নেই বললেই চলে। যেদ্দাতে ছোট খাটো অনেক ইন্ডাস্ট্রি আছে তবে সব থেকে বেশি হলো যুবাইল ও ইয়ানবু।
4. তাবুকঃ এরপরে আছে বর্তমানে সব থেকে বড় সিটি হচ্ছে নিয়ম সিটি তাবুকে। সৌদি প্রিন্স মোহাম্মদ বিন সালমান তাবুকে নতুন যে সিটি করতে যাচ্ছেন। সেখানেও প্রচুর কাজ পাওয়া যাচ্ছে চাইলে আপনি সেখানেও সেটেল হতে পারেন। এছাড়া অন্যান্য শহরেও কাজ পাওয়া যায়, কাজ পাওয়া যায় না এমন নয় তবে যারা কাজ জানে যারা কাজ করতে অভ্যস্ত তারা প্রত্যেকটা জায়গাতেই কাজ পাই। লেবারের চহিদাও কম বেশি মোটামুটি সব অঞ্চলেই আছে।
আপনি আপনার পরিচিত লোকদের কে আগে থেকেই ইনফর্ম করে দিন যে আমি কাজ করব তারা আপনার জন্য কাজ খুঁজে বের করবে এবং কাজ পেয়ে যাবে তবে কাজ করার আগ্রহ ও ইচ্ছা দুইটাই আপনার মধ্যে থাকতে হবে। কফি শপের জন্য বসে থাকলে আপনি কখনই কাজ পাবেন না। আপনি আবাসিক হোটেলের জন্য বসে থাকলে কিছুই করতে পারবেন না। ভাই এখানে কয়টা আবাসিক হোটেল আছে আর কয়টা কফি শপ আছে। আপনাকে কে কাজ দিবে, এত কাজ কোথায় পাবেন। কাজ করার জন্য পরিশ্রমী হতে হবে। পরিশ্রমী হোন, মনকে শক্ত করুন, কাজ শুরু করুন দেখবেন অভ্যস্ত হয়ে যাবেন রোদের মধ্যেও কাজ করতে আপনি অভ্যস্ত হয়ে যাবেন। ধন্যবাদ ভালো থাকবেন ।