কোম্পানি বা কফিলের যেই ৫ টি সমস্যা থাকলে ইকামা হয় না | Iqama Problem Solution
Iqama five problem for Company Or Kafil
সৌদি আরবে কোম্পানি বা কফিলের যে ৫ টি সমস্যা থাকলে ইকামা হয় না বিস্তারিত জেনে নিন
Iqama Problem in Saudi Arabia |
ইকামা ও ইকামা নবায়ন না হওয়ার কারণ
ইকামা ও ইকামা নবায়ণ না হওয়ার পেছনে কফিলের যে পাঁচটি কারণ
1. প্রথমত মুহাসাসাতে সিজিলটি জারির প্রয়োজন হয়, ওরপাতি জারির প্রয়োজন হয়। মুহাসাসাতে আপনার নেতা খাত সিস্টেম পারফেক্ট থাকতে হয়, ছোট মুহাসাসা গুলোর জন্য কিছুটা সহজ থাকলেও বড় মুহাসাসা গুলোর জন্য কিন্তু নিয়ম অনেক বেশি। সবকিছু ঠিকঠাক থাকলেই আপনাদের মুহাসাসাতে ইকামা হবে।
প্রথমত মুহাসাসাতে আর্থিক কোনো জরিমানা থাকলে তাহলে ওই মুহাসাসাতে ইকামা হয়না এবং ইকামা নবায়ন করা যায়না। আর্থিক জরিমানা পেমেন্ট করার পরেই কিন্তু মুহাসাসাতে ইকামা নবায়ন করা যায়।
2. দ্বিতীয়ত কফিলের খেদামাত যদি বন্ধ হয়ে যায়। কফিলের যে সার্ভিস আছে (সরকারি সার্ভিস) সেটি যদি বন্ধ হয়ে যায় তখনও কিন্তু ইকামা নবায়ন করা যায় না তখনও ইকামা নবায়ন হয়না। মনে রাখবেন মুহাসাসার ক্ষেত্রে এবং ইকামা নবায়নের ক্ষেত্রে কফিলের খেদামাত টা কিন্তু সবথেকে বড় ভূমিকা রাখে। তো খেদামাতেও কোন সমস্যা আসলেও ও কিন্তু আপনার ইকামা নবায়ন হবে না।
3. কফিলের যদি কোন ট্রাফিক জরিমানা থাকে। কফিল গাড়ি চালিয়েছে কোথাও জরিমানা খেয়েছে অথচ সময় মধ্যে পেমেন্ট করেনি এমন যদি হয়। এখন আপনার ইকামার মেয়াদ শেষ হয়ে গেছে, আপনার ইকামা বানাতে হবে এই মুহূর্তে আপনার কফিলকে আগে অবশ্যই ট্রাফিক জরিমানা পেমেন্ট করতে হবে তারপরে গিয়ে আপনার ইকামা নবায়ন করতে পারবে।
4. মুহাসাসা রেড থাকলে। রেড কিন্তু অনেক কারণে হয়, বেশ কিছু কারণে মুহাসাসা লাল হতে পারে। বিশেষ করে হয়তোবা দেখা গেছে যাকাত পেমেন্ট করে নি অথবা মুহাসাসার কোন একটা লাইসেন্স লাইসেন্স মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে যেমন হয়তো বলধিয়া লাইসেন্স হতে পারে অথবা আপনার সিজজিলটে জারি হতে পারে অথবা গোড়ফাতে জারি হতে পারে। কিংবা আপনার সৌদিতে বাড়ির যে পেমেন্ট আছে সেটা পেমেন্ট করেনি। অনেকগুলো কারণেই কিন্তু আপনাদের মুহাসাসা লাল হতে পারে একটা মুহাসাসা লাল হওয়ার পেছনে অনেক ভূমিকা রাখে।
তাই একেবারে নির্দিষ্ট করে বলা সম্ভব না যে এই কারনেই আপনাদের মুহাসাসা লাল হয়েছে আর সেটি নির্দিষ্ট করে বলতে পারবে আপনার কফিল। আপনাদের মুহাসাসা যদি লাল হয় তাহলে কফিলের সাথে কথা বললেই আপনি বুঝতে পারবেন যে আপনাদের মুহাসাসা কেন লাল হয়েছে। সে তার সিস্টেম থেকে চেক করে আপনাকে জানাতে পারবে যে এই সমস্যার কারণে অথবা এই পেমেন্টটি না করার জন্য আমার মুহাসাসা এই মুহূর্তে লাল আছে। এটি শুধুমাত্র আপনার কফিল আপনাকে জানিয়ে দিতে পারবে।
5. জাতীয়তার কারণে ইকামা রিনিও বা নবায়ন নাও হতে পারে। যেমন বাংলাদেশীদের কে এখন 50% কৌটা দিয়েছে। একটা মুহাসাসাতে যদি 100 জন লোক থাকে সেখানে 50 জন বাংলাদেশীকে নিয়োগ দিতে পারবে এবং অন্য দেশের 55 জন মিক্স করে নিয়োগ দিতে পারবে। এখন বাংলাদেশীয় 50 জন সেখানে যদি 60 জন 70 জন থাকে এক্ষেত্রেও ইকামা নবায়নের ক্ষেত্রে সমস্যা হতে পারে।