বিদেশে বা সিঙ্গাপুর যেতে যে সকল ডকুমেন্টস প্রয়োজন | Important Documents for Singapore Immigration
Important Documents for Singapore Immigration
বিদেশে বা সিঙ্গাপুর যেতে যে সকল ডকুমেন্টস প্রয়োজন
আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই ও বোন আশা করি যে যেখানে আছেন ভালো এবং সুস্থ আছেন। বিদেশে যেতে এয়ারপোর্টে কি কি কাগজপত্র প্রয়োজন হয় এবং এই মুহূর্তে বাংলাদেশ থেকে যারা সিঙ্গাপুরে আসবেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু তথ্য নিয়ে বিস্তারিত তথ্য এই পোস্টের মাধ্যমে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো।
এই মুহুর্তে সিঙ্গাপুরে আসতে হলে সিঙ্গাপুর এয়ারপোর্ট এবং বাংলাদেশ এয়ারপোর্টে আপনার বেশ কিছু কাগজপত্র তারা ভেরিফাই করবে। আর এই কাগজপত্র সম্পর্কিত অত্যন্ত গুরুত্বপূর্ণ 7 টি পয়েন্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর এই সাতটি পয়েন্ট সম্পর্কে যদি আপনি সতর্ক থাকেন তাহলে বাংলাদেশ ইয়ারপোর্ট এবং সিঙ্গাপুর এয়ারপোর্টে আপনার কোন সমস্যা হবে না। তাই এই পোস্ট টি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হতে পারে।
প্রিয় প্রবাসী ভাই ও বোন, আমরা বিভিন্ন মাধ্যমে জানতে পারেছি যে বাংলাদেশ থেকে যারা বিভিন্ন কান্ট্রি/দেশে এই মুহূর্তে বিদেশ যাচ্ছেন তারা অনেক হয়রানির শিকার হচ্ছেন আবার অনেক প্রবাসী ভাই ও বোনেরা করোনা টিকার দুই নাম্বার সার্টিফিকেট নিয়ে এয়ারপোর্টে এসে ধরা খাচ্ছেন ফলে তাদের ফ্লাইট গুলো বাতিল হয়ে যাচ্ছে। আমি সে সকল ভাই ও বোনদের অনুরোধ করে বলছি আপনারা কোন প্রতারণার আশ্রয় নিবেন না। কারন বাংলাদেশ থেকে আপনি যখন বিদেশি কোন এয়ারপোর্টে যাবেন এবং আপনি ভুয়া সার্টিফিকেট নিয়ে ধরা খাবেন তখন আমার বাংলাদেশের প্রবাসীদের ওপর তাদের দৃষ্টি থাকবে অন্য রকম। তাই প্রিয় ভাই ও বোনেরা আপনাদেরকে অনুরোধ করে বলছি এই ভুলটি আপনারা কখনো করবেন না। আর ভুলটি যদি আপনি করে থাকেন তাহলে শুধু আপনাকে সহ সকল প্রবাসীদের কে এই ভুলের মাশুল দিতে হবে। তাই কখনোই ভুল পদক্ষেপ নিবেন না।
আপনি যদি এই মুহুর্তে বাংলাদেশ থেকে বিদেশে যেতে চান, তাহলে আপনাকে বেশ কিছু বিষয় লক্ষ্য রাখতে হবে। আর এই বিষয় গুলোকে সাতটি ভাগে ভাগ করা হয়েছে। আপনারা মনোযোগ সহকারে বিষয় গুলো খেয়াল করবেন। নিচে বিষয় গুলোকে পয়েন্ট আকারে আলোচনা করা হল।
Points of Important Documents for Singapore Immigration
1. ফ্লাইট এর টিকেট
আপনি যে এয়ারলাইন্সের টিকেট কাটবেন সেই এয়ারলাইন্সের টিকেট আপনি একটি ফটোকপি করে আপনার সাথেই রাখুন। বাংলাদেশ এয়ারপোর্টে আসার সাথে সাথে আপনি সেই পেপারটি শো করুন।
2. পাসপোর্ট (Passport)
আপনার পাসপোর্টটি আপনি যত্নসহকারে আপনার সাথে রাখুন। আপনি এয়ারপোর্টে এসে এমিগ্রেশনের জন্য আপনার পাসপোর্টটি সর্বপ্রথম প্রয়োজন হবে।
3. পিসি আর টেস্ট এবং শোয়েব টেস্ট (PCR Test & SOEB Test)
আপনি যখন বিদেশে যাবেন (স্পেশিয়ালি সিঙ্গাপুর) ঠিক সে সময় থেকে 48 ঘণ্টা আগে আপনাকে একটি PCR Test করাতে হবে। সেই PCR Test এর রেজাল্ট পত্রটি আপনাকে সাথে রাখতে হবে আর খেয়াল রাখবেন সে টেস্টের নাম ও জন্ম তারিখ যেন আপনার পাসপোর্ট এর নামের সাথে মিল থাকে বা মিল রাখতে হবে।
4. এন্ট্রি এপ্রুভাল (Antry Approval)
এই 4 নং পয়েন্ট টি শুধু সিঙ্গাপুর প্রবাসী ভাই বোনদের জন্য। যারা এই মুহূর্তে বাংলাদেশ থেকে সিঙ্গাপুরের আসবেন আপনারা জানেন এন্ট্রি এপ্রুভাল এর মাধ্যমে সিঙ্গাপুর আসতে হয়। আপনার যদি এন্ট্রি এপ্রুভাল টি হয়ে থাকে তাহলে আপনার এজেন্ট এবং আপনার কোম্পানির বসকে অনুরোধ করে বলুন সেই এন্ট্রি এপ্রুভাল টি আপনাকে যেন ই-মেইল করে পাঠায়। এবং সেই ই-মেইল টি প্রিন্ট করে আপনার সাথে রাখবেন, এমনকি সেই এন্ট্রি এপ্রুভালের সাথে আপনার আইপিএ (IPA PAPER) পেপার টি ও সাথে রাখুন। যেন আপনি ইমিগ্রেশন (Immigration) এ আসার সাথে সাথেই এন্ট্রি এপ্রুভালের পেপার এবং আইপিএ (IPA PAPER) পেপারটি দেখাতে পারেন।
5. কোভিড 19 ভ্যাকসিন সার্টিফিকেট (Covid 19 Vaccine Certificate)
ভ্যাকসিন সার্টিফিকেট এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এই মুহূর্তে সিঙ্গাপুর আসতে হলে আপনাকে অবশ্যই ভ্যাকসিনের পুরো ডোজ গ্রহণ করতে হবে। আপনি যদি না পুরো ডোজ না পূরণ করে থাকেন তাহলে আপনি সিঙ্গাপুর আসতে পারবেন না। আর নতুন নিয়ম হলো যাদের ভ্যাকসিন কমপ্লিট রয়েছে শুধুমাত্র তাদেরকেই সিঙ্গাপুরে আইপিএ (IPA) দিবে।
তাই ভ্যাকসিন এর প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ডোজ নিয়েছেন তাদের ভ্যাকসিন সার্টিফিকেট অবশ্যই থাকতে হবে আর এই ভ্যাকসিন সার্টিফিকেট এর সাথে আপনার সব বয়স এবং আপনার পাসপোর্ট এর নামের সাথে মিল রাখা অত্যন্ত প্রয়োজনীয়।
6. ডিসচার্জ মেমো (Dis charge Memo)
এখন আপনাদের প্রশ্ন থাকতে পারে যে ডিসচার্জ মেমো কি? যারা বর্তমানে বাংলাদেশে আছেন কিন্তু সিঙ্গাপুরে থাকা কালীন সময়ে আপনি করোনা পজিটিভ হয়েছিলেন, আপনার সই করোনা রিকভারি করে বাংলাদেশে আছেন।
আপনি লক্ষ্য করবেন আপনার এফডব্লিওএমওএম কেয়ার (FWMOMCare) এ আপনার এই ভ্যাকসিন রেকর্ড টি আছে সেখানে একটি রিসার্চ নামের অপশন পাবেন। আর আপনারা যারা ডিসচার্জ মেমো সম্পর্কে জানেন না বা বুঝেন না তারা নিচের স্ক্রিনশট টি লক্ষ্য করুন।
আপনার ডিসচার্জ মেমোতে নিচের দিকে যদি এরকম গ্রীন কালার থাকে তাহলে বুঝবেন আপনি রিকভারি। এবং আপনার সেই মেমো টিও সাথে রাখতে হবে। মানে যারা সিঙ্গাপুর থেকে রিকভারি হয়ে বাংলাদেশে গেছেন তাদেরকে 1 ডোজ বা 2 ডোজ ভ্যাকসিন দেয়া থাকলেও চলবে তাদের বুস্টার ডোজ দেয়ার কোন প্রয়োজন নাই।
যদি আপনার ডোজ দেয়া 270 দিনের বেশি হয়ে থাকে তাহলে আপনি বাংলাদেশ থেকে বুস্টার ডোজটি দিয়ে আসতে পারেন। আর 270 দিন বেশি না হলে আপনার সিঙ্গাপুর আসার জন্য সিঙ্গাপুর এয়ারপোর্ট এ কোনো বাধা হয়ে দাঁড়াবে না।
7. SG Arrival Card e-Service
বাংলাদেশ থেকে সিঙ্গাপুর আসবেন আপনাকে আপনার স্বাস্থ্যের ডিক্লেয়ারেশন যে আইসিএ (ICA) ফর্ম আছে সেটা আপনাকে সম্পূর্ণ আপডেট করতে হবে।
আর আপনি এই ফরমটি ফিলাপ করে প্রিন্ট করে আপনার সাথে রাখবেন।
এই মুহূর্তে যারা বাংলাদেশ থেকে সিঙ্গাপুর আসবেন এবং এই সাতটি পয়েন্ট যদি আপনার লক্ষ্য রাখেন তাহলে ইনশাআল্লাহ সিঙ্গাপুরে আপনি অতি সহজে আসতে পারবেন। ধন্যবাদ,,,