সিম থেকে আরেকটি সিমে ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম Transferring balance from SIM to another SIM

 

একটি সিম থেকে আরেকটি সিমে ব্যালেন্স ট্রান্সফার করার নিয়ম

Rules for transferring balance from SIM to another SIM

এখন থেকে গ্রামীনফোন, বাংলালিংক এবং রবি সিমে ব্যালেন্স ট্রান্সফার করুন অনেক সহজেই। অর্থ্যাৎ এক সিম থেকে টাকা অন্য সিমে টাকা খুব সহজেই পাঠাতে পারবেন।

ব্যালেন্স ট্রান্সফার এর জন্য আপনার মোবাইলের সিমে টাকা লোড করে নিন।

গ্রামীনফোন থেকে ব্যালেন্স ট্রান্সফার পদ্ধতিঃ


প্রথমে *121*1500# এই কোড টি ডায়াল করুন।

এখন উপরের ছবির মত ইন্টারফেস আসলে 1 Registration মানে 1 প্রেস করুন।

তারপর উপরের ছবির মত একটি এমএমএস আসবে এখানে একটি পিন নাম্বার থাকবে এবং এটি খুবই গুরুত্বপূর্ণ।

এরপর আবার *121*1500# এই কোড টি ডায়াল করুন।

তারপর উপরের ছবির মত আসলে 2 Transfer Balance মানে 2 প্রেস করে সেন্ড করুন।

এরপর উপরের ছবির মত আসলে যেই জিপি নাম্বারে টাকা নিবেন সেই নাম্বারটি দিয়ে সেন্ড করুন।

তারপর কত টাকা পাঠাবেন তা লিখুন। তারপর আপনার ফোনে এসএমএস এ আসা পিন কোডটি দিয়ে সেন্ড করুন। দেখুন টাকা চলে গেছে।

এরপর রবি থেকে ব্যালেন্স ট্রান্সফার পদ্ধতিঃ


প্রথমে *140*6*2# এই কোড টি ডায়াল করুন।

এখন উপরের ছবির মত ইন্টারফেস আসলে কত টাকা পাঠাবেন তা লিখুন

এরপর উপরের ছবির মত আসলে যেই রবি নাম্বারে টাকা নিবেন সেই নাম্বারটি দিয়ে সেন্ড করুন। দেখুন টাকা চলে গেছে।

বাংলালিংক থেকে ব্যালেন্স ট্রান্সফার পদ্ধতিঃ


প্রথমে *1000# এই কোড টি ডায়াল করুন।

এখন উপরের ছবির মত ইন্টারফেস আসলে 1 Get Pin মানে 1 প্রেস করে সেন্ড করুন।

তারপর একটি পিন নাম্বার পাবেন এবং এটি খুবই গুরুত্বপূর্ণ।

এরপর আবার *1000# এই কোড টি ডায়াল করুন।
তারপর উপরের ছবির মত আসলে 1 Transfer Balance মানে 1 প্রেস করে সেন্ড করুন।

তারপর উপরের ছবির মত আসলে পিন কোডটি দিয়ে সেন্ড করুন।

এরপর উপরের ছবির মত আসলে যেই বাংলালিংক নাম্বারে টাকা নিবেন সেই নাম্বারটি দিয়ে সেন্ড করুন।

তারপর কত টাকা পাঠাবেন তা লিখুন।  দেখুন টাকা চলে গেছে।

আশা করি আপনারা বুঝতে পেরেছেন।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
close