ঘরে বসেই করোনা ভাইরাস ভ্যাকসিনের টিকা রেজিষ্ট্রেশন করুন, Register for the covid 19 vaccine at home

Register for the covid 19 vaccine at home

ঘরে বসেই করোন ভাইরাস ভ্যাকসিনের টিকা রেজিষ্ট্রেশন করুন

Covid 19 ( করোনা) মহামারী নিয়ত্রন কল্পে বাংলাদেশ সরকার দেশের জনগনের জন্য সম্পুর্ন বিনা পয়সায় টিকা দেয়া কার্যক্রম শুরু করেছে।


এই ভ্যাকসিন/টিকা যারা নিতে পারবেনঃ

  •  নাগরিক নিবন্ধন ( ২৫ বছর বা তার উপরে )
  • ছাত্র-ছাত্রীদের জন্য ( ১৮ বছর বা তার উপরে )
  • স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এর সকল কর্মকর্তা-কর্মচারী
  • অনুমোদিত সকল বেসরকারী ও প্রাইভেট স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা-কর্মচারী।
  • প্রত্যক্ষ্যভাবে জড়িত সকল সরকারী ও বেসরকারী স্বাস্থ্য সেবা কর্মকর্তা-কর্মচারী।
  • বীর মুক্তিযোদ্ধা
  • সম্মুখ সারির আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
  • সামরিক বাহিনী।
  • বেসামরিক বিমান।
  • রাষ্ট্র পরিচালনার নিমিত্ত অপরিহার্য কার্যালয়।
  • বার কাইন্সিলের রেজিস্টার আইনজীবী।
  • শিক্ষা প্রতিষ্ঠান।
  • সম্মুখ সারির গনমাধ্যমকর্মী।
  • নির্বাচিত জনপ্রতিনিধি।
  • সিটি কর্পোরেশন ও পৌরসভার সম্মুখ সারির কর্মকর্তা-কর্মচারী।
  • ধর্মীয় প্রতিনিধিগণ।
  • মৃতদেহ সৎকার কাযে নিয়জিত ব্যাক্তি।
  • জরুরি বিদ্যুৎ, পানি, নিষ্কাশন ও ফায়ার সার্ভিস এর সম্মুখ সারির সরকারী কর্মকর্তা-কর্মচারী।
  • রেল স্টেশন, বিমান বন্দর, স্থল বন্দর ও নৌ বনএরর সরকারী কর্মকর্তা-কর্মচারী।
  • জেলা ও উপজেলা সমূহে জরুরি জনসেবায় সম্পৃক্ত সরকারী কর্মকর্তা-কর্মচারী।
  • ব্যাংক কর্মকর্তা-কর্মচারী।
  • কৃষক
  • শ্রমিক
  • জাতীয় দলের খেলোয়াড়
  • চিকিৎসা শিক্ষা সংশ্লিষ্ট বিষয়ে ছাত্র-ছাত্রী।


আপনি কিভাবে করোনা ভ্যাকসিনের টিকা ফ্রী তে নিবেন  ??? 

ভ্যাকসিন রেজিষ্ট্রেশন করার নিয়মঃ

১. প্রথমত মোবাইলে নেট কানেকশন থাকতে হবে,

তারপর  www.surokkha.gov.bd এই ওয়েব সাইটে যাবেন। তারপর নিচের ছবির মত করে ওপরে ডানদিকে তিনটা দাগের ওপর ক্লিক করে নিবন্ধন লেখার ওপর ক্লিক করবেন।

২. তারপর নিচের ছবির মত ফর্ম আসবে সেখানে এন আইডি নাম্বার, জন্ম তারিখ ও প্রয়োজনীয় তথ্য দিয়ে ফর্মটি পুরন করতে হবে।

নিচের বড় হাতের ক্যাপচা টা পুরন করে যাচাই বাটনে ক্লিক করবেন।
৩. তারপর আবার আরো একটি ফর্ম আসবে সেখানে মোবাইল নাম্বার ও কোন জায়গা থেকে টিকা নিবেন তার তথ্য দিয়ে 
সবুজ বাটনে ক্লিক করবেন । তখন একটি ৬ সংখ্যার কোড বসানোর জন্য একটা ফর্ম থাকবে সাথে টাইম উঠতে থাকবে।


৪.এখন যেই নাম্বার টি দিয়েছিলেন ওই নাম্বারে ৫ মিনিট এর মধ্যে একটা এস এম এস ৬ সংখ্যার কোড যাবে এবং এই কোড টি বক্সের মধ্যে বসিয়ে দিবেন, আর সংরক্ষণ বাটনে ক্লিক করবেন। এখন আপনার টিকা রেজিষ্ট্রেশন হয়ে গেছে।

টিকা কার্ড ডাউনলোড করার নিয়মঃ 




পূর্বের ন্যায় ছবির মত অপশনে  টিকা কার্ড এ ক্লিক করুন।
তারপর একটা ফর্ম আসবে সেখানে এন আইডি নাম্বার, জন্ম তারিখ ও ক্যাপচা পুরন করুন এবং যাচাই করুন তারপর মোবাইলে আরো একটি ৬ সংখ্যার কোড যাবে ওই কোডটি বসিয়ে দিন।


এখন ডাউনলোড টিকা কার্ড বাটনে ক্লিক করে টিকা কার্ড ফাইলটির পিডিএফ ডাউনলোড করুন।

এখন এই পিডিএফ ডাউনলোড ফাইল টি নিয়ে নিকটতম কম্পিউটারের দোকানে দিয়ে টিকা কাগজটি সংগ্রহ করুন।

এবং টিকা গ্রহনের সময় অবশ্যই জাতীয় পরিচয় পত্র ও টিকা কার্ড টি থাকতে হবে।





Next Post Previous Post
No Comment
Add Comment
comment url
close