যেভাবে জুম মিটিং এপস্ ব্যবহার করবেন, How to use Zoom meeting Apps
How to use Zoom meeting Apps |
কিভাবে মোবাইল ও কম্পিউটারে জুম এপস্ ব্যবহার করতে হয় ???
আমরা অনেকেই জানিনা কিভাবে মোবাইল ও কম্পিউটারে জুম এপস্ ব্যবহার করতে হয়।
এখন আমরা জানবো কিভাবে মোবাইল ও কম্পিউটারে জুম এপস্ বা সফটওয়্যার ব্যবহার করে অনলাইনে ক্লাস নিতে হয় ও কিভাবে অনলাইনে ক্লাস করতে হয়।
মোবাইলে জুম এপস্ ডাউনলোড ও ব্যবহারের নিয়মঃ
প্রথমে আমাদের মোবাইলের নেট কানেকশন চালু করতে হবে।
তারপর গুগল প্লে স্টোর এ গিয়ে ওপরে সার্চ বার থেকে ( Zoom Cloud Meetings ) লিখে সার্চ করে এপস্ টি ইনস্টল করতে হবে।
এপস্ টি ইনস্টল হওয়ার পর ওপেন করতে হবে।
এই পর্যন্ত শিক্ষক ও ছাত্র উভইকেই করা লাগবে
এখন ক্লাস নিতে যা যা করবেনঃ
জুম এপস্ টি ওপেন করার পর Join a Meeting, Sign Up, Sign In এই তিনটা অপশন পাবেন এর মধ্য থেকে Sign Up এ ক্লিক করতে হবে।
এখনসাইন আপ এ ক্লিক করার পর আপনার জন্ম তারিখ টি সেট করতে হবে।
তারপর একটি নতুন পেজ আসবে সেখানে আপনার ই-মেইল ও ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। তারপর I agree to the Terms of Service এ টিক দিয়ে ওপরে নেক্সট বাটনে ক্লিক দিতে হবে।
এখন যেই ই-মেইলটি দেয়া হয়েছে সেই ই-মেইলে একটি ভেরিফিকেশন মেইল যাবে, তারপর সেই মেইলটি ওপেন করে ভেরিফাই লিংকে ক্লিক করে ভেরিফাই করতে হবে। এবং সেখানে পাসওয়ার্ড সেট করার অপশনে ক্লিক করে ৮ সংখ্যার একটি পাসওয়ার্ড সেট করবেন।
ভেরিফাই করার পরে আবার জুম এপস্ এ এসে Join a Meeting, Sign Up, Sign In এই তিনটা অপশন পাবেন এর মধ্য থেকে Sign In এ ক্লিক করতে হবে। তারপর ই-মেইল ও পাসওয়ার্ড দিয়ে Sign In করতে হবে।
এরপর নিউ মিটিং অপশনে ক্লিক করতে হবে, তারপর স্টার্ট এ মিটিং এ ক্লিক করতে হবে, যেই অপশন গুলো আসবে সব গুলোতে এ্যালাও করে দিতে হবে।
ক্যামেরা চালু হয়ে যাবে এখন স্ক্রিনের একেবারে ওপরে একটি ১০ ডিজিটের সংখ্যা ও পাসওয়ার্ড দেয়া থাকবে এটিই হল জুম আইডি। এখন ওই ১০ ডিজিটের সংখ্যা ও পাসওয়ার্ড কপি করে ছাত্র-ছাত্রীদের মাঝে ম্যাসেন্জার গ্রুপ বা যেভাবেই হোক পৌছে দিতে হবে।
এই আইডি টি যাকে শেয়ার করবেন শুধুমাত্র সেই ব্যক্তিই এই মিটিং এ বা ক্লাসে অংশগ্রহন করতে পারবে।
এখন আমরা জানবো ছাত্র-ছাত্রীরা কিভাবে জুম আইডি ব্যবহার করে মিটিং এ বা ক্লাসে অংশগ্রহন করতে পারবে।
জুম এপস্ টি ওপেন করার পর Join a Meeting, Sign Up, Sign In এই তিনটা অপশন পাবেন এর মধ্য থেকে Join a Meeting এ ক্লিক করতে হবে।
তারপর শিক্ষকরা যেই ১০ ডিজিটের সংখ্যা ও পাসওয়ার্ড বা জুম আইডি দিয়েছে সেখান থেকে ১০ ডিজিটের সংখ্যা টা সেটা বসিয়ে দিয়ে Join Meeting এ ক্লিক দিতে হবে।
এরপর পাসওয়ার্ড টা দিয়ে ওকে ক্লিক করুন ব্যাস এখন আপনি ক্লাসে অংশগ্রহন করতে পারবেন।